ক্ষমতায় এলেই পৃথক জেলা সুন্দরবন, তৈরি হবে AIIMS: অমিত শাহ

Spread the love

গোসাবার নির্বাচনী জনসভায় ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী মোদীর পাঠানো সাহায্য জনসাধারণ অবধি পৌঁছতে দেয়নি তৃণমূল সরকার। অমিত শাহের হুঙ্কার, ‘আমফানের ১০ হাজার কোটি টাকা কোথায় গেল? সব টাকা খেয়েছে ভাইপো কোম্পানি। ক্ষমতায় এসে প্রথমেই SIT বসিয়ে অপরাধীদের জেলে ঢোকাব। আমফান থেকে বুলবুল কেন্দ্র থেকে আসা কোনও টাকাই সাধারণের পকেটে ঢোকেনি।’

তৃণমূল সরকারকে আক্রমণ ছাড়াও গোসাবার মঞ্চ থেকে সুন্দরবনের মন জিততে একাধিক ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ক্ষমতায় এলেই সুন্দরবনকে পৃথক জেলা বলে ঘোষণা করা হবে বলে প্রতিশ্রুতি শাহের। তিনি বলেন, ‘ ক্ষমতায় এলে ১ বছরের মধ্যে সুন্দরবনকে জেলা ঘোষণা করব। তৈরি হবে AIIMS। চিকিৎসার জন্য আর কলকাতায় ছুটতে হবে না। মৎস্যজীবীদের জন্য বছরে ৬ হাজার টাকার অনুদান ও ৩ লাখ টাকার বীমা করা হবে। সুন্দরবনের উন্নয়নের জন্য সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হবে। বাঘ সংরক্ষণেও আলাদা উদ্যোগ নেওয়া হবে।’

মমতা সরকারকে কটাক্ষ করে শাহের তোপ, ‘গরীবের জন্য মোদি ১১৫ রকম স্কিম করেছেন আর মমতা ১১৫ রকম স্ক্যাম করেছেন। মমতা আগেরবার ২৮২ প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু ৮২টিও পালন করেননি। আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি তা পালন করেই আগামীবার ভোট চাইতে আসব।’

শাহ বলেন, প্রথম মন্ত্রিসভার বৈঠকে আয়ুষ্মান ভারত এবং CAA লাগু করে শরণার্থীদের নাগরিকত্ব প্রদান করা হবে কিষাণ সম্মান নিধিতে বকেয়া ১৮ হাজার টাকা প্রথমেই ব্যাঙ্ক ট্রান্সফার করা হবে। তারপর নিয়মিত ৭৫ লাখ কৃষককে ১০ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি। একইসঙ্গে বিজেপি সরকারের এলে বর্তমান সরকারের বিধবা প্রকল্পের ভাতা ১০০০ থেকে বাড়িয়ে ৩০০০ টাকা করা হবে বলে ঘোষণা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*