১ এপ্রিল থেকে টিকা নিতে পারবেন ৪৫ ঊর্ধ্বরাও

Spread the love

ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। এই সংক্রমণ ঠেকাতে টিকাকরণে জোর বাড়াতে চাইছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার টিকাকরণ নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি জানান, ১ এপ্রিল থেকে ৪৫ ঊর্ধ্বরা নিতে পারবেন করোনা টিকা।

১ মার্চ থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফার টিকাকরণ। ১০ হাজার সরকারি এবং ২০ হাজার বেসরকারি হাসপাতালের মাধ্যমে দেওয়া হচ্ছে করোনার টিকা। সরকারি ক্ষেত্রে টিকা বিনামূল্যে প্রদান করা হলেও বেসরকারি ক্ষেত্র থেকে টিকা নিতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে টাকা খরচ করতে হচ্ছে। দ্বিতীয় দফায় ষাটোর্ধ্বদের পাশাপাশি করোনার টিকা দেওয়া হয়েছে ৪৫ ঊর্ধ্ব ব্যক্তিরা যাঁদের কো-মর্বিডিটি রয়েছে। এবার ৪৫ ঊর্ধ্বরাও টিকা পাবেন, জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

ভারতের জনসংখ্যা ১৩৩ কোটিরও বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে এখনও পর্যন্ত দেশের ৪ কোটির বেশি মানুষের টিকাকরণ সম্পন্ন। ফের উর্ধ্বগামী করোনা সংক্রমণ। এই মহামারীর হাত থেকে দেশকে বাঁচাতে দ্রুত নাগরিকদের টিকাকরণ প্রয়োজন। এই বিষয়টি মাথায় রেখে ২৪x৭ করোনা ভ্যাকসিনেশন চালু রাখার সিদ্ধান্ত কেন্দ্রের।

স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪০ হাজার ৭১৫ জন নতুন করে কোভিডের কবলে পড়েছেন। সোমবারের তুলনায় এই সংখ্যা কিছুটা কমলেও সার্বিকভাবে উদ্বেগজনক। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৬ লাখ ৮৬ হাজার ৭৯৬ জন। দেশে মোট মৃতের সংখ্যা ১ লাখ ৬০ হাজার ১৬৬। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে আরও ১৯৯ জনের।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন মাত্র ২৯ হাজার ৭৮৫ জন। যা দৈনিক আক্রান্তের থেকে অনেকটা কম। ফলে দেশের মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা একধাক্কায় বেড়ে দাঁড়াল ৩ লাখ ৪৫ হাজার ৩৭৭। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন, ১ কোটি ১১ লাখ ৮১ হাজার ২৫৩ জন। এখনও পর্যন্ত মোট টিকা পেয়েছেন ৪ কোটি ৮৪ লাখ ৯৪ হাজার ৫৯৪ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*