মমতা সম্পর্কে কুরুচিকর মন্তব্য দিলীপ ঘোষের, শুরু বিতর্ক

Spread the love

একুশের নির্বাচনের মুখে বিতর্কে জড়ালেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন দিলীপ, এমন অভিযোগ করে সোচ্চার হল তৃণমূল কংগ্রেস।

বুধবার টুইটারে দিলীপের বক্তব্যের ভিডিয়ো পোস্ট করে নিন্দায় মুখর হয় জোড়াফুল শিবির। ওই ভিডিয়োতে তৃণমূল সুপ্রিমো সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন মেদিনীপুরের সাংসদ।

এ নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টুইটারে লেখা হয়েছে, ‘এইরকম কুরুচিকর মন্তব্য দিলীপ ঘোষবাবু ছাড়া আর কারওর থেকে প্রত্যাশিত নয়! একজন মহিলা মুখ্যমন্ত্রীর সম্বন্ধে এইরকম নিন্দনীয় ভাষা প্রয়োগ প্রমাণ করে যে বিজেপি নেতারা মহিলাদের সম্মান করে না। বাংলার মা-বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এই অপমানের যোগ্য জবাব দেবে ২ মে।’

উল্লেখ্য, অতীতেও নানা মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন দিলীপ ঘোষ। একুশের ভোটযুদ্ধে তৃণমূলনেত্রীকে প্রায় রোজদিনই নিশানা করছে পদ্মশিবির। পালটা আক্রমণ শানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

অন্যদিকে, এদিন কাঁথির সভায় মোদী বলেন ‘পশ্চিমবঙ্গে আসল পরিবর্তন দরকার। বাংলার কোণায় কোণায় একই আওয়াজ শোনা যাচ্ছে। ২ মে দিদি যাচ্ছে, আর আসল পরিবর্তন আসছে।’ তৃণমূল সুপ্রিমোকে টার্গেট করে মোদী বলেন, ‘পশ্চিমবঙ্গের মানুষ জানতে চাইছেন, আমফানের টাকা কারা লুঠ করল? কারা চাল চুরি করল? যখন প্রয়োজন হয়, তখন দিদিকে দেখা যায় না। যখন ভোট আসে তখন তিনি বলেন সরকার দুয়ারে দুয়ারে। এটাই ওঁর খেলা। শিশুরাও আপনার খেলা বুঝে গিয়েছেন।’

এদিনের সভার শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলায় দরকার BJP সরকার। তৃণমূলের খেলা শেষ হবে। বিকাশ শুরু হবে। দিদির খেলা ধরা পড়ে গিয়েছে। বাংলার মানুষ আপনাকে দরজা দেখাবে। বাংলার মানুষ কুশাসনের জবাব দিতে তৈরি। মা-বোনেরা তৃণমূলকে সাজা দিতে তৈরি।’ বক্তৃতার মাঝে প্রায়ই ‘দিদি, ও দিদি’ বলে মন্তব্য করেন মোদী

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*