ভোট দিলেই যাচ্ছে পদ্মে, দক্ষিণ কাঁথির দুটি বুথে ইভিএমে কারচুপির অভিযোগ

Spread the love

দক্ষিণ কাঁথির ইভিএমে গোলযোগ ৷ দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের মাজনা হাই মাদ্রাসার ভোটগ্রহণ কেন্দ্রের ১৭২ নম্বর বুথের ঘটনা ৷ ভোটদাতাদের অভিযোগ, তাঁরা যে চিহ্নেই ভোট দিচ্ছেন, তা পদ্মে গিয়ে পড়ছে ৷ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তৃণমূলের কর্মী ও সমর্থকরা ৷

তৃণমূলের অভিযোগ, যেখানেই ভোট দেওয়া হচ্ছে ভিভিপ্যাটে দেখা যাচ্ছে তা বিজেপিতে যাচ্ছে ৷ ইভিএম পরিবর্তনের দাবি তুলেছে তৃণমূল ৷ তৃণমূলের কর্মীদের বিক্ষোভের জেরে আপাতত ওই কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে ৷

একই অভিযোগ উঠছে মাজনা প্রাথমিক স্কুলের ১৭১ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র থেকেও ৷ সেখানেও ওই একই অভিযোগে ভোটগ্রহণ পর্ব আপাতত বন্ধ রাখা হয়েছে ৷ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ ৷ অভিযোগ উঠছে, শুভেন্দু অধিকারী, অমিত শাহদের সঙ্গে নির্বাচন কমিশনের গোপন আঁতাত রয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*