লাইনচ্যুত হল মান্ডুয়াডিহ এক্সপ্রেসের ৬টি বগি। বৃহষ্পতিবার রাতে দিল্লি স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার আগে লাইনচ্যুত হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়ররা। লাইনচ্যুত বগিগুলি সরিয়ে নিয়ে যাওয়া হয় বলে খবর। পরে ওই ট্রেনটিতে লাগানো হয় অন্য বগি। যদিও ট্রেনটি লাইনচ্যুত হওয়ার প্রকৃত কারন এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, দিল্লি স্টেশন ছাড়ার আগে বৃহষ্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ লাইনচ্যুত হয় ট্রেনটি। দুর্ঘটনার পর রাত ১টা নাগাদ ট্রেন ছাড়ার ব্যবস্থা করা হয়।
Be the first to comment