বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন, সাতক্ষীরার ঈশ্বরীপুর গ্রামে যশোরেশ্বরী কালী মন্দিরে পুজো দিলেন মোদী

Spread the love

শনিবার সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে পুজো দেওয়ার পর প্রধানমন্ত্রী সোজা চলে যান টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে। সেখানে শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা।

উল্লেখ্য, আজ সকালে সাতক্ষীরার ঈশ্বরীপুর গ্রামে যশোরেশ্বরী কালী মন্দিরে গিয়ে পুজো দেন প্রধানমন্ত্রী মোদী। উপমহাদেশের ৫১ সতী পীঠের মধ্যে এটি একটি। ১৬ শতকে এই মন্দিরটি নির্মাণ করা হয়। মোদীর আগমন উপলক্ষ্যে মন্দিরটি মোরামত ও রঙ করা হয়েছে। মন্দিরে পুজো দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজ শক্তিপীঠে আরাধনা করার সুযোগ পেলাম। মা কালীর কাছে প্রার্থনা করলাম, এই বিশ্বকে দ্রুত করোনা থেকে মুক্ত করো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*