ভোট দিলেন শালতোড়ার বিজেপি প্রার্থী চন্দনা বাউড়ি

Spread the love

ভোট দিলেন শালতোড়ার বিজেপি প্রার্থী চন্দনা বাউড়ি ৷ আজ সকালে বাঁকুড়ায় নিজের কেন্দ্রে ভোট দিলেন তিনি ৷ সঙ্গে ছিলেন তাঁর স্বামীও ৷ চন্দনা বাউড়ি একজন দিনমজুরের স্ত্রী ৷ তাঁকে এবার শালতোড়া থেকে প্রার্থী করেছে বিজেপি ৷ আজ রাজ্য বিজেপির টুইটারে সেই ছবি পোস্টও করা হয় ৷

দিনমজুরি করা পরিবার থেকে উঠে এসে আজ বাঁকুড়া শালতোড়ার প্রার্থী হয়েছেন চন্দনা ৷ নিজের ভোটাধিকার প্রয়োগ করে তিনি বলেন, ‘‘মোদীজি সব ধর্মের মানুষকে সমানভাবে ভালোবাসেন ৷ আর উল্টো দিকে মমতা দিদি মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করেন ৷ ’’ বিজেপির প্রার্থী হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি ভাবতেই পারিনি যে বিধানসভা ভোটে আমাকে প্রার্থী করা হবে ৷ বহু মানুষ আমাকে উৎসাহ দিয়েছেন অনলাইনে মনোনয়ন পেশ করতে ৷ আমি ভাবতে পারিনি যে, এই জায়গায় আমি আসতে পারব ৷’’

আজ প্রথম দফার নির্বাচনে জঙ্গলমহলের ৫ জেলার ৩০টি বিধানসভায় নির্বাচন হচ্ছে ৷ প্রথম দফায় ১৯১ জন প্রার্থী লড়াই করছেন ৷ যেখানে চন্দনা বাউড়ি সহ ২১ জন মহিলা প্রার্থী রয়েছেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*