প্রথম দফায় ভোটে কম রিগিং হয়েছে, কম হিংসা হয়েছেঃ কৈলাস বিজয়বর্গীয়

Spread the love

গত ছয় বছর ধরে আমি পশ্চিমবঙ্গের নির্বাচন দেখছি ৷ এই প্রথম নির্ভয়ে নিজের ভোট দিতে পেরেছেন মানুষ ৷ নির্বাচন কমিশনে গিয়ে আধিকারিকদের সঙ্গে দেখা করার পর সাংবাদিক সম্মেলনে একথা বললেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ৷ তিনি বলেন, ‘‘এবার রিগিং কম হয়েছে, হিংসাও কম হয়েছে ৷ ফলে নব্বই শতাংশের বেশি ভোট পড়েছে ৷ সেই কারণে নির্বাচন কমিশনের আধিকারিকদের ধন্যবাদ জানাতে এসেছি৷’’

পাশাপাশি শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীর উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেন বিজেপি নেতা ৷ বলেন, ‘‘আগামী পর্বের নির্বাচনে যাতে আজকের মতো দশ শতাংশ হিংসাও না হয় তা নিশ্চিত করুক কমিশন ৷ আজ শুভেন্দু অধিকারীর ভাইয়ের গাড়িতে হামলা হয়েছে ৷ চালক আহত হয়েছেন ৷’’

কৈলাসের দাবি, ঘোষিত অপরাধীরাই এই কাজ করেছে ৷ আগামী পর্বের আগে থানায় যাদের নাম রয়েছে সেই সব অপরাধীকে গ্রেফতার করার নির্দেশ দিক কমিশন ৷ তাহলেই হিংসা কমে যাবে ৷ একশ শতাংশ শান্তিতে ভোট হবে ৷ সেক্ষেত্রে চার দশক পর পশ্চিমবঙ্গের নির্বাচনে একটা উদাহরণ তৈরি হবে ৷

কৈলাস বিজয়বর্গীয়র অভিযোগ, তৃণমূল হিংসার পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে ৷ গত পাঁচদিনে চারজন কর্মীর মৃত্যু হয়েছে ৷ এখনও কাউকে গ্রেফতার করা হয়নি ৷

আজ বিজেপির তরফে নির্বাচন কমিশনের কাছে নন্দীগ্রামের ঘোষিত অপরাধীদের একটি তালিকা দেওয়া হয়েছে বলেও জানান বিজয়বর্গীয় ৷ সব শেষে নন্দীগ্রামের বিজেপি নেতাকে ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য় চাওয়ার ভাইরাল ফোনালাপ সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি ৷

ওই ফোনালাপে শোনা গিয়েছে, তৃণমূল সুপ্রিমো ফোন করেছেন বিজেপির সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পালকে ৷ তাঁর প্রশংসা করছেন ৷ এমনকি, ভোটে সাহায্যও চাইছেন ৷ এই অডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*