মানুষই বলবে কে জিতবে আমি নয়, অমিত শাহের ভোট ভবিষ্যতবাণীর এই ভাষাতেই জবাব দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় নেতা অমিত শাহকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এমন নির্লজ্জ বিজেপি নেতা! কালই ভোট গিয়েছে আর আজকে এসে বলছে কটা সিট পাব!’
বাংলায় ২ মে’র পর বিজেপিই সরকার গড়ছে। প্রথম দফার ভোটের পরের দিনই নিজের বাসভবনে সাংবাদিক বৈঠকে একথা আত্মবিশ্বাসের সুরে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিন শাহ বলেন, ‘বাংলায় বিপুল ব্যবধানে জয়ী হবে বিজেপি। প্রথম দফায় ৩০ আসনের মধ্যে ২৬ আসনে বড় ব্যবধানে জিতব আমরা। দুশোরও বেশি আসনে জিতে বিজেপি সরকার গড়বে।’ এই প্রসঙ্গে শাহকে আক্রমণ মমতার। তিনি বলেন,’ প্রথম দফার ভোট শেষ হতেই ৩০-২৬ পাবে বলে ঘোষণা করছে! ২৬ কেন? বাকি চারটে কি কংগ্রেস-সিপিআইএমের জন্য রাখা? ৩০ এ ৩০ বলুন না, তাহলে তো গোল্লাটা বেশি হবে।’
এখানেই শেষ নয়, আত্মবিশ্বাসী তৃণমূল সুপ্রিমো বলেন, ‘৮০ শতাংশেরও বেশি ভোট পড়েছে। আমি জানি মা-বোনেরা আমাকে ভোট দিয়েছেন। কিন্তু আমি একটাও বলব না। আমি জানি মানুষ আমাদেরই দিয়েছেন সেটা আমি মানুষকেই বলতে দেব। মানুষ আমাদের না দিলে যেখানে আমরা পিছিয়ে সেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মারতে হত না। ‘
Be the first to comment