অসুস্থ শরদ পাওয়ার, ভর্তি হলেন হাসপাতালে

Spread the love

অসুস্থ এনসিপি প্রধান শরদ পাওয়ার ৷ তাঁর গল ব্লাডারে স্টোন পাওয়া গিয়েছে ৷ সেকারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলো এবং চলতি মাসের ৩১ তারিখ তাঁর অস্ত্রোপচার করা হবে। এনসিপির মুখপাত্র নওয়াব মালিক আজ সকালে টুইট করে এই খবর জানিয়েছেন ৷

৮০ বছর বয়সী ওই প্রবীণ রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে ক্য়ান্সারে ভুগছেন ৷ ২০০৪ সাল থেকে অসুস্থতার জন্য় একাধিকবার তাঁর অস্ত্রোপচার করা হয়েছে ৷ নওয়াব মালিক টুইটে জানিয়েছেন, গতরাতে তলপেটে ব্য়থা অনুভব করেন শরদ পাওয়ার ৷ সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় ৷ তাঁর গল ব্লাডারে স্টোন পাওয়া গেছে ৷ সেগুলি অস্ত্রোপচার করে বের করা হবে ৷

এদিকে প্রকাশ্য়ে কেউ সেভাবে মুখ না না খুললেও অনেকেই জানিয়েছেন, খুব কঠিন সময়ে অসুস্থ হয়ে পড়লেন ৷ কারণ মহারাষ্ট্রের আম্বানি কাণ্ড এবং পরমবীরের চিঠি নিয়ে বেশ চাপে রয়েছে সেখানকার সরকার ৷ এই সময়ে এনসিপি প্রধানের অসুস্থ হয়ে যাওয়ায় মহারাষ্ট্রে জোট সরকারের উপর কিছুটা হলেও চাপ বাড়ল ৷

জানা গিয়েছে, রক্ত তরলীকরণের চিকিৎসা চলে শরদ পাওয়ারের ৷ কিন্তু স্টোন পাওায়ায় আপাতত তা বব্ধ রয়েছে ৷ এন্ডোস্কোপির পর কী পদক্ষেপ নেওয়া হবে তা পরে জানানো হবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*