তৃণমূল-ISF সংঘর্ষ, আহত শিশু ও মহিলা

Spread the love

ফের শাসকদলের কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এলাকা দখলকে কেন্দ্র করে অশান্তি তৈরি হল হাড়োয়া বিধানসভা এলাকায়। অভিযোগ রাতের অন্ধকারে ISF কর্মীদের উপড় চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। আগ্নেয়াস্ত্র,দা, কোদালের বাঁট নিয়ে হামলা করা হয়।

ঘটনায় মহিলা, শিশু সহ মোট ১১ জন জখম হয়েছেন বলে খবর। এর মধ্য়ে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। দোষীদের গ্ৰেফতারের দাবিতে রাতভর হাড়োয়া থানা ঘেরাও করে অবস্থান বিক্ষোভ করেন ISF কর্মী-সমর্থকরা। ঘটনাস্থলে হাড়োয়া থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে।

উত্তর ২৪ পরগনার হাড়োয়া ব্লকের বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের মথুরা গ্রামে এই সংঘর্ষ বাধে। অভিযোগ, ISF কর্মীরা নামাজ শেষে রবিবার রাত ১১টা নাগাদ বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে তাঁদের উপর চড়াও হয়। এমনকী বিশেষভাবে সক্ষম শিশু ও মহিলাদেরও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

পাশাপাশি তাঁদের বাড়ি ভাঙচুর করা হয় বলে জানিয়েছেন ISF কর্মীরা। নগদ টাকাও লুট করা হয়। আহতদের চিকিৎসার জন্য হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

তৃণমূল এই হামলার অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় তৃণমূল নেতা হাফিজ আহমেদের কথায়, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। পারিবারিক কোনও অশান্তি হলেও তৃণমূলের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে।’ যদিও ISF-এর পক্ষ থেকে মোট ১৪ জনের নামে হামলার অভিযোগ করা হয়েছে হাড়োয়া থানায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*