দিল্লিতে ধাক্কা খেল কেজরিওয়াল সরকার। নির্বাচিত সরকার না উপরাজ্যপাল, কার ক্ষমতা বেশি দিল্লিতে? এই বিতর্ক নয়া মোড় নিল রাজধানীতে। বিতর্কিত NCT বিলে সম্মতি দিয়ে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। যার ফলে আরও ক্ষমতা বাড়ল দিল্লির উপরাজ্যপালের।
এখন থেকে প্রশাসনিক কোনও সিদ্ধান্ত একক ভাবে নিতে পারবেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এজন্য তাঁকে উপরাজ্যপালের সঙ্গে পরামর্শ করতে হবে। জানা যাচ্ছে, রবিবার ‘দ্য গভর্নমেন্ট ক্যাপিটল টেরিটরি অফ দিল্লি (সংশোধিত) বিলে সই করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সইয়ের পরই এই বিল আইনে পরিণত হল।
গত ২২ মার্চ লোকসভায় পাস হয় এই বিল। এর দু’দিন পর গত ২৪ মার্চ রাজ্যসভায় পাস হয় বিলটি। এই বিলের বিরোধিতা জানিয়ে সোচ্চার হয় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, কংগ্রেস-সহ বেশ কয়েকটি বিরোধী দল।
দিল্লিতে নির্বাচিত সরকারের ক্ষমতা কেড়ে নিতে চাইছে বিজেপি, এই ভাষাতেই সোচ্চার হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এই বিল যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানার সামিল বলে সরব হয়েছে বিরোধী শিবির। আম আদমি পার্টির পাশাপাশি এই বিলের প্রতিবাদ জানিয়ে সোচ্চার হয়েছে কংগ্রেসও।
উল্লেখ্য, ২০১৩ সালে দিল্লিতে ক্ষমতায় আসার পর থেকেই উপরাজ্যপালের সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল সরকারের সংঘাত শুরু হয়। এই আইনে সিলমোহর পড়ায় সেই সংঘাত পর্বে নয়া মাত্রা যোগ করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।
Be the first to comment