যে কোনও মৃত্যুই দুঃখজনক৷ কোনও মৃত্যুকেই সমর্থন করিনা৷ নিমতাকাণ্ডে বিজেপি কর্মীর বৃদ্ধা মায়ের মৃত্যুতে এই প্রতিক্রিয়া দিলেন তৃণমূল সুপ্রিমো তথা বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, নোংরা খেলা খেলছে বিজেপি।
উল্লেখ্য, সোমবার ভোররাতে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮৫ বছরের বৃদ্ধা৷ মার্চের গোড়ার দিকে বৃদ্ধাকে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভরতি করা হয়েছিল। সেখানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়। চার দিন আগেই তিনি বাড়িতে ফেরেন। এই ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি৷
গত ২৭ ফেব্রুয়ারি উত্তর দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিমতা পাটনা স্কুল রোডে বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে তাঁর অশীতিপর বৃদ্ধা মা’কে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। গোপাল মজুমদার নামে ওই বিজেপি কর্মী অভিযোগ করেছিলেন, তিনজন তৃণমূল কর্মী বাড়িতে ঢুকে পড়েন। তাঁকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করে শাসকদলের ওই কর্মীরা। তাঁর মা বাধা দিতে এলে তাঁকে ধরেও বেধড়ক করা হয়। সেই ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। বৃদ্ধার মুখের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কলকাতায় ব্রিগেড সমাবেশে নাম না করে নিমতার বৃদ্ধার উপর আক্রমণ নিয়ে মমতা সরকারকে আক্রমণ শানান নরেন্দ্র মোদীও।
এদিন নন্দীগ্রামে মমতা বলেন, ‘আমি কোনও মৃত্যুকেই সমর্থন করি না। অমিত শাহ টুইট করে বলছে, বেঙ্গল কা কেয়া হাল হ্যায়। তুমহারা ইউপি কা কেয়া হাল হ্যায়? হাথরসকা কেয়া হাল হ্যায়? দিল্লি কা কেয়া হাল হ্যায়? রাজস্থান কা কেয়া হ্যায়? তখন কি অমিত শাহ মুখে লিউকোপ্লাস্টার দিয়ে বসে থাকেন? টুইট করছে, টুইট মানেই জানতো না। ফেক নিউজ করে।’
Be the first to comment