মিমের প্রার্থী প্রাক্তন তৃণমূল নেতা ষষ্ঠীচরণ মাল

Spread the love

মুর্শিদাবাদ জেলায় ১৩টি আসনে লড়াই করার কথা আগেই ঘোষণা করে দিয়েছিল আসাদউদ্দিন ওয়েইসির দল মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ মিম। ইতিমধ্যেই সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে আসাদউদ্দিন ওয়েইসি সভা করেছেন। দু’টি বিধানসভা আসনে তাঁর দলের প্রার্থীর নামও ঘোষণা করেন তিনি। আগামী এক সপ্তাহের মধ্যে বাকি আসনে প্রার্থী দেওয়া কথাও ঘোষণা করেন তিনি। সেই l

ঘোষণা অনুসারেই বড়ঞা বিধানসভা কেন্দ্রে মিমের হয়ে লড়াই করছেন ষষ্ঠীচরণ মাল।

প্রসঙ্গত, ২০১৬ সালে তৃণমূলের হয়ে এই বিধানসভা থেকেই তিনি লড়েছিলেন। তবে সে বারে জিততে পারেননি। কংগ্রেস বিধায়ক প্রতিমা রজকের কাছে পরাজিত হন। সম্প্রতি বড়ঞার আন্দি গ্রামে বিজেপির পরিবর্তন যাত্রায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সঙ্গে দেখা যায় তাঁকে। তার পর জোর জল্পনা তৈরি হয়েছিল, তিনি বিজেপি-তে যোগদান করতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত মিম-এ যোগ দেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*