শুক্রবার কানাডার ঔপন্যাসিক ও কবি কুপ্পালি ভেঙ্কাটাপ্পা পুটাপ্পার ১১৩ তম জন্মদিবস। তিনি বিশ্ববাসীর কাছে কুভাপ্পু নামেই বেশী পরিচিত। আর শুক্রবার তাঁর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা জানালো গুগুল ডুডল। এদিন গুগুলের সার্চ ইঞ্জিনে ভেসে উঠছে বিশিষ্ট এই ব্যক্তির ছবি। পাশাপাশি তিনি একজন নাট্যকার, সমালোচক ও চিন্তাবিদও বটে। কানাডার লেখকদের মধ্যে তিনিই প্রথম যিনি জ্ঞানপীঠ সম্মানে ভূষিত হয়েছিলেন। পাশাপাশি ১৯৮৮ সালে তাঁকে ভারত সরকার তাঁকে পদ্ম বিভূষণ সম্মানে সম্মানিত করে।
১৯০৫ সালের ২৯ ডিসেম্বর কর্নাটকের চিকমাগালুর জেলার কোপ্পা তালুক এলাকায় জন্মগ্রহণ করেন। ছোটোবেলায় পড়াশুনো শেখার জন্য তিনি কোনও স্কুলে ভর্তি হননি। নিজের বাড়িই ছিল তাঁর একমাত্র স্কুল। পরে তীর্থহাল্লির অ্যাংলো ভার্নাকুলার স্কুলে ভর্তি হন। ১৯২৯ সালে মাইসোরের মহারাজা কলেজ থেকে গ্রাজুয়েশন পাশ করেন।
Be the first to comment