সভাপতি রাহুল গান্ধীর সফর চলাকালীন কংগ্রেসের দলীয় কার্যালয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি। চড়, পাল্টা চড়ে সিমলার দলীয় কার্যালয়ে কার্যত ধুন্ধুমার অবস্থা। প্রসঙ্গত, শুক্রবার দলীয় বিধায়ক ও সদ্য বিধানসভা নির্বাচনে পরাজিত প্রার্থীদের সঙ্গে কথা বলতে একদিনের হিমাচল প্রদেশ সফরে গিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দলীয় কার্যালয়ে স্বাভাবিক ভাবেই চলছিল বৈঠক।
এদিন রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে কার্যালয়ের বাইরে প্রচুর কংগ্রেস কর্মী জড়ো হয়েছিলেন। ভিড় বেশি হয়ে যাওয়ার কারনে অনেককেই ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তাঁদের মধ্যে ছিলেন কংগ্রেস বিধায়ক আশা কুমারী। তিনি অন্যান্য বিধায়কদের সঙ্গে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু দফতরের বাইরের নিরাপত্তারক্ষীরা তাঁকে কার্যালয়ে ঢুকতে দেননি। ঘটনায় ওই নিরাপত্তাকর্মীর উপর একরাশ ক্ষোভ উগড়ে দেন আশা কুমারী। শুরু হয় দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়। এরমধ্যেই, কর্তব্যরত এক মহিলা কনস্টেবলকে ২ বার চড় মারেন আশা কুমারী। মহিলা বিধায়ককেও পাল্টা চড় মারেন ওই কনস্টেবল। ঘটনাকে ঘিরে কার্যত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
যদিও শুক্রবার বিকেলেই নিজের কাজের জন্য ক্ষমা চাইলেন হিমাচল প্রদেশের ডালহৌসির বিধায়ক আশা কুমারী। ক্ষমা চেয়ে বিবৃতি দিলেও তাঁর অভিযোগ, তিনি ওই মহিলা কনস্টেবলের মায়ের বয়সী হলেও কনস্টেবল তাঁকে ধাক্কা দিয়ে, কটূক্তি করেছিল। তবে ধৈর্য হারানোর জন্য ক্ষমা চেয়েছেন আশা কুমারী।
Be the first to comment