লড়ছেন নন্দীগ্রাম থেকে, আর সেই নন্দীগ্রামের ভোট প্রচার সেরেই এবার সিঙ্গুরে পৌঁছে বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে দলত্যাগী তথা বর্তমানে সিঙ্গুরের বিজেপি প্রার্থী ‘মাস্টারমশাই’ রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে কটাক্ষ করতেও ছাড়লেন না।
বুধবার সিঙ্গুরের জনসভা থেকে মমতা বলেন, ‘মাস্টারমশাই কীভাবে বিজেপির টিকিটে দাঁড়ান! শুনে তো আমি অবাক হয়ে গিয়েছি। আমি বুঝিয়ে ওনাকে বলেছিলাম। আপনি বয়ঃজেষ্ঠ্য, পরামর্শদাতা কমিটির সদস্য হয়ে দলকে পরামর্শ দিন। কিন্তু উনি রাজি হলেন না।’
এরপরই মমতার সংযোজন, ‘৯২ বছর বয়স ওনার, এখন ওকে একটু কেউ গা মালিশ করে দেবে, কেউ একটু মাথা টিপে দেবে, কেউ একটু সেদ্ধ ভাত করে দেবে, তা করে বিজেপি ওনাকে এই গরমে ভোটে দাঁড় করিয়েছে।’
এরপরই মমতা চলে যান হুগলিরে আরেক বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে। সাংসদদের প্রার্থী করা নিয়ে এর আগেও বিজেপিকে কটাক্ষ করেছিলেন তৃণমূল নেত্রী। এদিন তিনি আবারও বলেন, ‘লকটে সাংসদ, তাও ওঁকে টেনে এনে আবার দাঁড় করিয়েছে। বাঘ থেকে হল বিড়াল, এরপর বিড়াল থেকে হবে ইঁদুর।’
তবে, সিঙ্গুরের যে ‘মাস্টারমশাই’ একদা তাঁর সহকর্মী ছিলেন, এবার বিজেপি প্রার্থী হলেও মমতা তাঁর প্রতি আর্জি জানিয়েছেন, ‘মাস্টারমশাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। আর এবারের নির্বাচনে বেচারামকে জেতাতে সাহায্য করুন।’ একইসঙ্গে মমতার অভিযোগ, ‘সিঙ্গুর আন্দোলনের বিরোধীরা এখন বিজেপির পতাকার তলায় সামিল হয়ে গিয়েছে।’
Be the first to comment