মনোনয়ন জমা ঘিরে ধুন্ধুমার ব্যারাকপুরে। মুকুল পুত্র ও বীজপুর আসনের BJP প্রার্থী শুভ্রাংশু রায়ের উপর হামলার অভিযোগ। মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে হামলা । ভাঙচুর করা হয় বিজেপির একাধিক গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। সক্রিয় কেন্দ্রীয় বাহিনীও। এক ব্যক্তির আহত হওয়ার খবর মিলেছে। ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
মনোনয়ন জমা ঘিরেও নতুন করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। দুই দলের স্লোগানিং-পাল্টা স্লোগানিং ঘিরে এদিন উত্তপ্ত ব্যারাকপুরের মহকুমা শাসকের দফতর চত্বর। সেখানেই ষষ্ঠ দফায় ২২ তারিখের ভোট, উত্তর ২৪ পরগণার চারটি কেন্দ্রের প্রার্থীদের মনোনয়ন জমার পর্ব চলছিল। বারাকপুরে প্রার্থী রাজ চক্রবর্তীর মনোনয়ন পেশের সময়ই বীজপুরের প্রার্থী শুভ্রাংশু মনোনয়ন দিতে পৌঁছান। সেসময়ই দুই পক্ষের কর্মী সমর্থকেরা বচসায় জড়িয়ে পড়েন। বচসা হাতাহাতি পর্যন্ত গড়াতে বেশ সময় নেয়নি। মুহূর্তে অশান্ত হয়ে ওঠে। ভাঙচুর চালানো হয় মুকুল রায়ের পুত্র শুভ্রাংশুর গাড়িতে। তৎক্ষণাৎ পরিস্থিতি কড়া হাতে সামাল দেয় পুলিশ ও CRPF।
সূত্রের খবর, এদিন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের BJP প্রার্থী ডা. চন্দ্রমণি শুক্লার সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেতা চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর অনুগামীদের। ঘটনাটিকে কেন্দ্র করে মুহূর্তে উত্তেজনা ছড়ায় মহকুমা শাসকের দফতর সংলগ্ন এলাকায়।
অভিযোগ, এদিন ধাক্কাধাক্কিতে পড়ে যান রাজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে পুলিশ। প্রসঙ্গত, বুধবার খড়দায় শ্যামসুন্দর মন্দিরে পুজো দিতে যান রাজ চক্রবর্তী তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী শুভশ্রী ও ছেলে ইউভানও।
Be the first to comment