নন্দীগ্রামে ভোটের আগে নির্বাচন কমিশনকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উলুবেড়িয়ার সভায় তৃণমূলনেত্রী বলেন, ‘নির্বাচন কমিশন যেন বিজেপির মুখপাত্র হয়ে গেছে। বহিরাগত গুন্ডারা আসতে পারছে কীভাবে? আগে নিয়ম ছিল, বুথ এজেন্ট স্থানীয় বুথের হতে হবে।
কিন্তু, BJP দাবি করার পর সেই নিয়ম পালটে দেওয়া হয়। এখন অন্য বুথের লোকও আর এক বুথে এজেন্ট হতে পারবেন। এভাবে BJP-র কথায় কাজ করছে কমিশন। BJP যা বলবে শুনতে হবে? নির্বাচন কমিশন BJP-র মন্ডল দেখে দেখে নির্বাচনের তারিখ ফেলেছে। নিরপেক্ষ ভূমিকা পালন করুন নির্বাচন কমিশন।মনে হচ্ছে রাষ্ট্রপতি শাসনে ভোট হচ্ছে।’
এদিন BJP-কে নিশানা করে মমতা বলেন, ‘BJP জঘন্য দল, দু:শাসনের দল। বলছে ডাবল ইঞ্জিন সরকার গড়বে। হেরে কোথায় পালাবে তার ঠিক নেই! নির্বাচন শেষ হয়ে গেলে বহিরাগত গুন্ডারা যাবে কোথায়? BJP-র কোলে, BJP-র আঁচলে? তৃণমূলের সব হোর্ডিং খুলে, ছিঁড়ে দিয়েছে…আমি শান্তিপূর্ণ নির্বাচন চাই।
আমি নির্বাচন কমিশনকে বলছি নিরপেক্ষ হয়ে কাজ করতে। নির্বাচন কমিশন আমাদের সব আইনশৃঙ্খলা কেড়ে নিয়েছে। ডিজিকে থানার ওসি, এসপিকে আইসি করে দিয়েছে। BJP-র স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন কমিশন চালাচ্ছে। নির্বাচন শেষ হয়ে গেছে তাও বহিরাগত গুন্ডারা বসে আছে। আগে অনেক মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন তাঁরা তো এসব করেননি। সেন্ট্রাল ফোর্সের নামে অত্যাচার করছে। বলছে BJP-কে ভোট দাও। এসব শুনবেন না।’
Be the first to comment