একুশের বিধানসভা নির্বাচনে আজ মহাসংগ্রাম, মমতা বনাম শুভেন্দু

Spread the love

একুশের বিধানসভা নির্বাচনে আজ মহাসংগ্রাম। দ্বিতীয় দফায় আজ ৩০টি কেন্দ্রে ভোটগ্রহণ। আজ নজরে নন্দীগ্রাম। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী দ্বৈরথ ঘিরে রীতিমতো ব্যাটলফিল্ড নন্দীগ্রাম।

ভোটের আগে নন্দীগ্রামে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। নন্দীগ্রামে মোতায়েন করা হয়েছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নন্দীগ্রাম নিয়ে আজ সরগরম রাজ্য রাজনীতি। সবার চোখ আজ নন্দীগ্রামে।
[01/04, 8:23 AM] +91 90384 73556: তৃণমূলের আমলে তরুণদের সামনে কোনও আশার আলো নেই, দ্বিতীয় দফার ভোটের আগে অডিও বার্তা বুদ্ধদেব ভট্টাচার্যের

রাজ্যে  দ্বিতীয় দফার ভোটের আগে অডিও বার্তা বুদ্ধদেব ভট্টাচার্যের। অডিও বার্তায়  বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন, ‘রাজ্যে এবারের বিধানসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। এ এক সন্ধিক্ষণ। বিগত বামফ্রন্টের আমলে আমাদের স্লোগান ছিল- কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যত। কৃষিতে সাফল্য এসেছিল, শিল্পের প্রসার ঘটতে শুরু করেছিল।’

তিনি আরোও বলেন, ‘ তৃণমূল ক্ষমতায় আসার পর রাজ্যজুড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।  অর্থনীতিতে বিপর্যয় নেমে এসেছে। হতাশা দেখা দিয়েছে। কৃষিতে সংকট, কৃষকদের সংকট দেখা দিয়েছে। কৃষিজাত দ্রব্যের দাম আকাশছোঁয়া হয়েছে। শিল্প ও শিল্পায়ন স্তব্ধ হয়ে গিয়েছে। গত ১০ বছরে কোনও উল্লেখযোগ্য শিল্পই আসেনি। সিঙ্গুর-নন্দীগ্রামে শ্মশাণের নীরবতা।…গণতন্ত্র আক্রান্ত। মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত। এই পরিস্থিতি চলতে পারে না’।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*