৮৫ শতাংশ যদি ভোট পড়ে তাহলে বুঝতে হবে পরিবর্তন হচ্ছেঃ শুভেন্দু অধিকারী

Spread the love

ভোটদানের হার যদি ৮৫ শতাংশে পৌঁছায় তাহলে নিশ্চিতভাবেই তিনি জিতবেন এমনটাই দাবী করলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন নন্দীগ্রামের নন্দনায়কবাড়ের বুথে ভোট দেন শুভেন্দু। এ বারই নন্দীগ্রাম থেকে ভোটার হয়েছেন বিজেপি নেতা। আর ভোট দেওয়ার পর নন্দীগ্রামে নিজের ভাড়া বাড়িতে তৈরি অস্থায়ী অফিসে কিছুক্ষণ ছিলেন তিনি। তার পর অবশ্য গন্ডগোলের খবর পেয়ে কয়েকটি এলাকায় ঘোরেন বিজেপি প্রার্থী।

এদিন শুভেন্দু আরোও বলেন, ৮৫ শতাংশ যদি ভোট পড়ে তাহলে বুঝতে হবে পরিবর্তন হচ্ছে ৷ আর যেভাবে ভোট পড়ছে, তাতে ভোটদানের হার ৮৫ শতাংশ ছুঁয়ে ফেলবে বলেই আমার মনে হয় ৷ যদি কম ভোট পড়ত, ভোটদানের হার ৬০-৬৫ শতাংশের মধ্যে থাকত তাহলে চিন্তা করতে হত ৷

বিজেপি প্রার্থীর অবশ্য দাবি, নন্দীগ্রামে সামগ্রিক ভাবে শান্তিতেই ভোট হচ্ছে। শুভেন্দু বলেন, শান্তিপূর্ণ ভোট হচ্ছে ৷ কেন্দ্রীয় বাহিনী সব শায়েস্তা করে দিয়েছে ৷ দু’ এক জায়গায় ঝামেলা পাকাতে চেয়েছিল, আমি আগেই খবর পেয়ে গিয়েছি ৷ ওদের মধ্যে এখনও আমার লোক আছে ৷

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন শুভেন্দু আরও বলেন, ‘মমতার আমলে বাংলায় চলছে জঙ্গলরাজ চলছে। খবর এসেছিল গণ্ডগোল হতে পারে। তারপরই হামলা।’ এমনটাই বললেন শুভেন্দু। জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। তিনি বলেন, ‘এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে। এরা মমতা বেগমের দুধেল গাই।’ তাঁর দাবি, এই দফায় ৩০ টি আসনের একটিতেও জয়ী হবেন না মমতা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় বিক্ষিপ্তভাবে উত্তপ্ত নন্দীগ্রাম ৷ আজ দুপুরে নন্দীগ্রামের টাকাপুরা দিয়ে যাচ্ছিল শুভেন্দু অধিকারীর গাড়ি। পিছনে যাচ্ছিল সাংবাদিকদের গাড়িও। আচমকাই টাকাপুরায় একটি বুথের সামনে গাড়ি দাঁড় করান শুভেন্দু অধিকারী। গাড়ি থেকে নেমে বুথের ভিতর কথা বলতে যাচ্ছিলেন তিনি। সেসময় দূর থেকে বেশ কয়েক জন মহিলা তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে। সঙ্গে ছিল কয়েকজন যুবক।

ইট শুভেন্দু অধিকারীর গাড়িতে না গেলে সংবাদমাধ্যমের গাড়িতে লাগে। গাড়ির সামনের কাচ ভেঙে চুরমার হয়ে যায়। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে হামলার অভিযোগ ওঠে। সিআরপিএফ জওয়ানরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিয়ো দেখে রিপোর্ট তলব করেছে কমিশন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*