মহিলাকে কুপ্রস্তাব, গ্রেফতার পুলিশ

Spread the love

এক মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হলো কলকাতা পুলিশের এক কর্মীকে। ধৃতের নাম কৃষ্ণ কমল ভট্টাচার্য, নাদিয়াল থানায় কনস্টেবল পদে রয়েছে সে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে যে, ঘটনাটা হয়েছে বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ। ঘটনাস্থল, চারু মার্কেট থানা এলাকার ৩/৩ প্রিন্স বক্তিয়ার শা রোডের বৈশাখী সংঘ ক্লাবের সামনে।

জানা গেছে, সে সময় বাড়ির বাইরে রত্না দেবনাথ নামে বছর ৪৫এর এক মহিলা কথা বলছিলেন ছেলের সঙ্গে। আচমকা সেখানে মদ্যপ অবস্থায় এক ব্যক্তি মোটরবাইক চেপে এসে মহিলার সামনে এসে দাঁড়ায়। মোটরবাইকটিতে কেপি লেখা ছিলো। মহিলাকে দেখে অশালীন মন্তব্য করতে থাকে ঐ ব্যক্তি। নিজেকে কলকাতা পুলিশের কর্মী বলেও পরিচয় দিতে থাকে। এক সময় রেঁস্তোরাতে খাওয়াতে নিয়ে যাবে বলেও কুপ্রস্তাব দিতে থাকে রত্না দেবী নামের ঐ মহিলাকে বলে অভিযোগ। এদিকে ঐ মহিলা ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। তার আওয়াজ শুনতে পেয়ে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। হাথে নাথে ধরে ফেলা হ্য় ঐ ব্যক্তিকে। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয় এটিএম কার্ড। সেই কার্ড থেকে জানা যায় ঐ ব্যক্তির নাম কৃষ্ণ কমল ভট্টাচার্য্য। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে চারু মার্কেট থানার পুলিশ। অভিযুক্তকে নিয়ে যাওয়া হয় থানায়।

পরে তদন্ত করে পুলিশ জানতে পারে অভিযুক্তের নাম কৃষ্ণ কমল ভট্টাচার্য। কলকাতা পুলিশের নাদিয়াল থানায় কনস্টেবল পদে রয়েছে সে। এদিকে অবশ্য নিজেদের ভাবমূর্তি রক্ষার্থে মহিলাকে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য বলে চারু মার্কেট থানার পুলিশ। যদিও থানার মধ্যে মহিলাকে দেখে নেওয়ার হুমকি দিতে থাকে অভিযুক্ত কৃষ্ণ কমল। রত্না দেবী অবশ্য কোনোমতে দমে না গিয়ে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ বাধ্য হয় এফআইআর করতে। IPC ৫০৬/৫০৯ ধারায় এফআইআর করা হয়েছে। এছাড়া মোটর ভেহিকল অ্যাক্টেও মামলা করা হয়েছে। অভিযুক্ত কৃষ্ণ কমল ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে। রত্না দেবী বলেন, নিরপত্তাহীনতায় ভুগছেন তিনি। রক্ষকই ভক্ষক হয় প্রমাণিত হলো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*