চলছে অসম বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট পর্ব। গত ২৭ মার্চ প্রথম দফার ভোটের পর আজ অসম বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব। এই দফায় মোট ৩৯টি আসনে সকাল সাতটা থেকে সন্ধে ছটা অবধি ভোট গ্রহণ পর্ব চলবে। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার ৪৬.৭৪ শতাংশ।
দ্বিতীয় দফার উল্লেখযোগ্য আসনগুলি হল করিমগঞ্জ, শিলচর কাছার, বোকাজান, নাওগং, বরহমপুর, হোজাই ও লুমডিং। ৩৯টি আসনের মধ্যে শাসক জোট বিজেপি ৩৪টি আসনে, অসম গণ পরিষদ ৬টি আসনে ও ইউপিপিএল ৩টি আসনে লড়ছে। অন্যদিকে, বিরোধী জোটের মধ্যে কংগ্রেস ২৭টি আসনে, এআইইউডিএফ ৮টি ও বিপিএফ ৪টি বিধানসভা আসনে লড়ছে।
এদিন সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে বিভিন্ন কেন্দ্রে। কয়েকটি কেন্দ্রে ইভিএম মেশিনে গোলযোগ দেখা দেওয়ায় বেশ কিছুক্ষণের জন্য ভোটগ্রহণ ব্যহত হয়। এদিন সকাল ৯টা অবধি মোট ১০.৫১ শতাংশ ভোটগ্রহণ হয়েছে বলেই জানিয়েছে নির্বাচন কমিশন। বেলা ১১টায় সেই শতাংশই বৃদ্ধি পেয়ে ২১.৭১ শতাংশ হয়।
Be the first to comment