রাজ্যে চলছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ প্রক্রিয়া ৷ নন্দীগ্রামে ভোট দিয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ৷ বৃহস্পতিবার সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে ৷ আর এর মধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৷
বুথ দখলের অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল ৷ কমিশনে চিঠিও লিখলেন ডেরেক ৷ তৃণমূলের অভিযোগ নন্দীগ্রাম বিধানসভায় বিভিন্ন বুথ দখল করছে বিজেপি কর্মী সমর্থকরা ৷
চিঠিতে তিনি লিখেছেন, বিপুল সংখ্যক বিজেপি সমর্থক নন্দীগ্রামের বুথ নম্বর ৬, ৭, ৪৯, ২৭, ১৬২, ২১, ২৬, ১৩, ২৬২, ২৫৬, ১৬৩, ২০-এর সামনে জড়ো হয়েছে ৷ তারা বুথের দখল নিয়ে ইভিএমে কারচুপি ও রিগিং করার চেষ্টা করছে ৷
এদিকে সকাল থেকে দফায় দফায় বিক্ষিপ্তভাবে উত্তপ্ত নন্দীগ্রাম ৷ আজ দুপুরে নন্দীগ্রামের রানিচকে শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা । গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ ৷ পাশাপাশি, তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগানও তোলে তৃণমূল সমর্থকরা ৷
Be the first to comment