পোলিং বুথের মধ্যেই ভোটের ডিউটিতে আসা পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হলো। বৃহস্পতিবার ভোটের সকালে ভয়াবহ ঘটনা দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায়। মৃত পুলিশ কর্মীর নাম কমল গঙ্গোপাধ্যায়, বয়স ৪০ বছর।
জানা গিয়েছে, কমল উত্তর ২৪ পরগনার বনগাঁর জেলা পুলিশে কর্মরত ছিলেন। ভোটের ডিউটিতে বুধবারই পাথরপ্রতিমায় পৌঁছন তিনি। গুরুদাসপুর হাইস্কুলে অস্থায়ী কেন্দ্রে ছিলেন। এটিও একটি বুথ। তবে কমলের ডিউটি পড়েছিল পাশেই ২৮ নম্বর বুথে বৃহস্পতিবার সকালে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বুথে না যাওয়ায় সহকর্মীরা তাঁর খোঁজ শুরু করেন।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, গুরুদাসপুর হাইস্কুলেরই দোতলার একটি ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখা যায়। নীচে চেয়ার ছিল। গলায় দড়ি ও গামছা- দুটোই লাগানো ছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
পাথরপ্রতিমা থানার পুলিশ প্রাথমিকভাবে মনে করছে এটি আত্মহত্যার ঘটনা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে এই ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে দক্ষিন ২৪ পরগণার জেলাশাসকের কাছ থেকে।
তবে কমিশন জানিয়েছে, বুথে নয় নিজের আবাসনে আত্মহত্যা করেছেন। কমল গঙ্গোপাধ্যায় রাজ্য পুলিশের কর্মী। এই ঘটনার সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই বলেই মনে করছে কমিশন।
Be the first to comment