অসমে দ্বিতীয় দফায় ভোট পড়লো ৭৭.২১ শতাংশ

Spread the love

দ্বিতীয় দফায় ৭৭ শতাংশের বেশি ভোট পড়ল অসমে। নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, অসমে এদিন ভোট পড়েছে ৭৭.২১ শতাংশ। অসমে এদিন হিংসার বিক্ষিপ্ত চিত্র ধরা পড়েছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ডেপুটি স্পিকার আমিনুল হক লস্করের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের গুলিতে আহত হয়েছেন তিনজন। 

জানা গিয়েছে, কাছার জেলার সোনাইতে মধ্য ধানেহরি এলপি স্কুলে গঠিত পোলিং স্টেশনে বিজেপি ও এআইইউডিএফ সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। তখনই আমিনুলের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের ছোড়া গুলিতে আহত হন তিনজন। যদিও, এর বাইরে মোটের ওপর ভোট শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে। 

১২৬-আসন বিশিষ্ট অসম বিধানসভার ভোট হচ্ছে মোট তিন দফায়। গত ২৬ তারিখ প্রথম দফার ভোটগ্রহণ হয়েছিল ৪৭ আসনে। আজ, ভোটগ্রহণ হয় ৩৯ আসনে। ভোটগ্রহণ শুরু হয় সকাল ৭টা। শেষ হয় সন্ধে ৬টা। এই দফায় ৩৪৫ প্রার্থীর ভাগ্য নির্ধারিত হয়।

আজ মোট ৩৯ কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। এরমধ্য়ে বরাক উপত্যকার ১৩ জেলা, তিনটি পার্বত্য জেলা ও মধ্য ও নমনি অসমের বেশ কিছু এলাকাও রয়েছে। 

দ্বিতীয় দফায় যে সকল হেভিওয়েট প্রার্থীর অন্যতম বিজেপি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য (ঢোলাই), ভবেশ কালিতা (রঙ্গিয়া), পীযূষ হজারিকা (জাগিরোড) ও ডেপুটি স্পিকার আমিনুল হক লস্কর (সোনাই)। 

এদিন প্রত্যেক ভোটকর্মীকে কোভিড-কিট দেওয়া হয়েছিল। ইভিএম রুমে ঢোকার আগে, প্রত্যেককে বাধ্যতামূলক থার্মাল স্ক্যানিং করা হয়। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*