করোনার দ্বিতীয় ঢেউয়ে কাবু দেশ। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে নাইট কার্ফু জারি করল পুনে পুরসভা। শুক্রবার একটি নির্দেশিকায় বলা হয়, আগামীকাল সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে কার্ফু। কমপক্ষে একসপ্তাহ এই নির্দেশ জারি থাকবে। তবে খাবার হোম ডেলিভারি করা যাবে।
শুধু তাই নয়, সংশ্লিষ্ট শহরে হোটেল, মন্দির, শপিংমল, বার, সিনেমা হল, থিয়েটার বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে পুনে পুরসভা। তবে ওষুধ, খাবারের হোম ডেলিভারি এবং যাবতীয় জরুরি পরিষেবা খোলা থাকবে এই সময়।
প্রসঙ্গত, পুনেতে বাড়ছে করোনা সংক্রমণ। বৃহস্পতিবারি পুনেতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১১ জন। পুনের মেয়র মুরলীধর মহল একটি নতুন অর্ডার জারি করেছে। এই অর্ডারে বলা হয়েছে, বেসরকারি হাসপাতালগুলির ৮০ শতাংশ আসন খালি রাখতে হবে করোনা রোগীদের জন্য।
ক্রমশই ভয়ানক হয়ে উঠছে দেশের করোনা পরিস্থিতি। দিন দিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দৈনিক সংক্রমণে এবার লম্বা লাফ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাস থাবা বসিয়েছে ৮১ হাজার ৪৬৬ জনের শরীরে। উদ্বেগ বাড়িয়েছে মৃত্যুর সংখ্যাও। একদিনে মৃত্যু হয়েছে ৪৬৯ জনের।
দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ২৩ লাখ ৩ হাজার ১৩১। এই মুহূর্তে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬ লাখ ১৪ হাজার ৬৯৬। মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ৩৯৬। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫০ হাজার ৩৫৬ জন। দেশে মোট কোভিড মুক্ত হয়েছেন ১ কোটি ১৫ লাখ ২৫ হাজার ৩৯ জন।
বৃহস্পতিবার থেকেই দেশে ৪৫ ঊর্ধ্ব ব্যক্তিদের টিকাকরণ শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী এখনও পর্যন্ত মোট ৬ কোটি ৮৭ লাখ ৮৯ হাজার ১৩৮ মানুষ টিকা নিয়েছেন। বৃহস্পতিবারই ভ্যাকসিন নিয়েছেন ৩৬ লাখ ৭১ হাজার ২৪২ জন। শুক্রবার সকালে ভ্যাকসিন নিয়েছেন অভিনেতা অমিতাভ বচ্চন।
Be the first to comment