‘ঘরে কিন্তু মা, বোন আছে। ভোটটা ভেবে দিবি’, বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে কৃষ্ণনগর উত্তরের তারকা প্রার্থী কৌশানি মুখোপাধ্যায়। বিরোধীদের অভিযোগ প্রচারে বেরিয়ে ভোটারদের হুমকি দিচ্ছেন তৃণমূল প্রার্থী। যদিও নিজের এই বক্তব্যে কোনও রকম বিতর্কই দেখছেন না কৌশানি।
উল্টে তাঁর সাফাই, কোনও ‘হুমকি’ নয় বরং ‘বাস্তব’ তুলে ধরেছেন তিনি। কৌশানির বক্তব্য, “ওঁনাদের (বিজেপি) শাসিত রাজ্যে মা, বোনেরা একেবারেই সুরক্ষিত নন। উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, ওখানে দুপুর তিনটের পর মা, বোনেদের বের হতে দেওয়া হয় না। তাঁরা দরজা বন্ধ করে থাকে। ওখানে মা, বোনেদের ধর্ষণ করা হয়।”
পাশাপাশি পশ্চিমবঙ্গের কথা তুলে ধরে তিনি আরও বলেন, “দিদির নেতৃত্বে আমরা সুরক্ষিত আছি। এই রাজ্যে যেন তেমনটা না হয়, সে কারণেই সতর্ক করেছি।”
দলীয় প্রার্থীর এই বক্তব্যে স্বাভাবিকভাবেই মুখ পড়েছে তৃণমূলের। বিজেপির কটাক্ষ, দলের প্রবীণরা আগেই বুঝেছেন ফল ভাল হবে না। এখন নবাগতরাও আন্দাজ করছেন কী হাল হবে। কৌশানির এই মন্তব্য তারই বহিঃপ্রকাশ বলে মন্তব্য রাজ্য বিজেপির মুখপাত্রের।
Be the first to comment