সিঙ্গুরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মমতাঃ নরেন্দ্র মোদী

Spread the love

হুগলির হরিপালে নির্বাচনী জনসভা করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা গেল সিঙ্গুরের নাম ৷ সিঙ্গুর নিয়ে মোদী কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷

মোদীর অভিযোগ, সিঙ্গুরের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল কংগ্রেস ৷ আর সেটা সিঙ্গুরের মানুষ ভালোই করেই জানেন ৷ তিনি দাবি করেছেন যে সিঙ্গুরের থেকে রাজনৈতিক লাভ নিয়ে তৃণমূল ও মমতা সেখানকার মানুষকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে ৷

উল্লেখ্য, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার জন্য অন্যতম অনুঘটক ছিল সিঙ্গুরের জমি আন্দোলন ৷ যেখানে টাটার কারখানার জন্য জমি অধিগ্রহণের বিরোধিতা করে আন্দোলেনে নেমেছিলেন, অনশন করেছিলেন তৃণমূল নেত্রী ৷

সেই আন্দোলনের জেরেই কার্যত কারখানার কাজ থেমে যায় ৷ পরে পুরো প্রকল্প নিয়েই গুজরাটের সানন্দে চলে যান রতন টাটা ৷ বিরোধীরা প্রায়ই অভিযোগ করেন যে সেই কারণেই পশ্চিমবঙ্গে আর কোনও বড় শিল্পপতি বিনিয়োগ করতে আসেননি ৷

এদিন এই প্রসঙ্গেরও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ তাঁর অভিযোগ, আগেই বাংলায় অনেক শিল্প-কারখানা বন্ধ হয়ে গিয়েছে ৷ আর তার পর নতুন শিল্পও মমতার আমলেও আসেনি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*