ভোট ঘিরে অশান্তি

Spread the love

ভোট ঘিরে বাংলায় অশান্তি বিরামহীন। বাংলার বিভিন্ন জায়গায় অশান্তি দেখা গেছে।
পতাকা লাগানোকে কেন্দ্র করে বারাসাত বিধানসভার ছোট জাগুলিয়ায় আইএসএফ কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল তেঁতুলিয়া গ্রামে বারাসাতের তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তীর রোড শোয়ের পরই তৃণমূল কর্মীরা ওই এলাকায় আইএসএফের পতাকা খুলে দেয়। বাড়িতে গিয়ে এক আইএসএফ কর্মীকে মারধরও করা হয়। রাতেই ঘটনাস্থলে যায় দত্তপুকুর থানার পুলিশ। যদিও তৃণমূলের দাবি, যে বাড়িতে পতাকা লাগানো হয়, সেই বাড়ির সদস্যদের সঙ্গে আইএসএফ কর্মীর গন্ডগোলের জেরেই এই ঘটনা। অন্যদিকে
ক্লাব দখলের অভিযোগ ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র মানিকতলা। পুলিশ ও সরকারি স্টিকার লাগানো ২টি গাড়ি ভাঙচুর হয়েছে। ঘটনায় দু-পক্ষের ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকার একটি ক্লাব দখল করতে আসেন বিদায়ী বিধায়ক ও মানিকতলার তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে। স্থানীয় বিজেপি সমর্থকদের তিনি হুমকি দেন বলে অভিযোগ। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে আসে বিশাল পুলিশ বাহিনী। রাতে ঘটনাস্থলে যান মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*