‘খেলা খতম! নির্বাচনের প্রচার আর কেউ করবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

Spread the love

এবার খেলা শেষ হওয়ার বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার প্রাতঃভ্রমণ সেরে দিলীপ ঘোষ জানান, ‘খেলা শেষ হয়ে গিয়েছে। আর দু’দফা পরে যে যার ঘরে ঢুকে যাবে। নির্বাচনের প্রচার আর কেউ করবে না।’ রাজ্য বিধানসভা ভোটে বিজেপি জয়ী হচ্ছেন, দাবি করেছেন দিলীপ ঘোষ।

তবে এই প্রথমবার নয়, শুক্রবার প্রাতঃভ্রমণে বেরিয়েই তৃণমূলকে টার্গেট করেছিলেন দিলীপ। বলেছিলেন, ‘ডোনাল্ড ট্রামের মতো স্বৈরাচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার।’ শুক্রবার নিউটাউনে তিনি বলেন, ‘দু’দফা নির্বাচনের পর ৫০টি আসনে বিজেপি জয়ী হতে চলেছে, এ বিষয়ে নিশ্চিত।’

তিনি আরও বলেন, ‘শাসকদল স্বৈরাচারী হয়ে পড়েছে। হত্যালীলা চালাচ্ছে। ওনাদের কাছে হার স্বীকার করে নেওয়াটা মুশকিল।’ পাশাপাশি নন্দীগ্রাম প্রসঙ্গ টেনে দিলীপের দাবি, ‘উনি বুঝতে পেরেছেন ওনার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। সেই কারণে তিনি নিজে বেরিয়ে গিয়ে গন্ডোগোল করার চেষ্টা করেছেন। একটা বুথে দুই ঘন্টা বসে বসে ছিলেন। এটা ওনাকে মুখ্যমন্ত্রী এবং একজন প্রার্থী হিসেবে শোভা দেয় না।’

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ করে বলেছিলেন, দ্বিতীয় দফার পর কোমর ভেঙে গিয়েছে বিজেপির। এর পালটা দিলীপ ঘোষ বলেন, যারা নিজের পায়ে হাঁটতে পারছেন না, তারা অন্যের পা ভাঙার কথা বলছেন। এগুলি শিশুসুলভ কথাবার্তা। রাজনীতিতে এর কোন গুরুত্ব নেই।

প্রসঙ্গত, বাংলার দু’দফা ভোটের পর বিজেপি এবং তৃণমূল দুই দলই দাবি করেছে তারা পঞ্চাশের বেশি আসন পেতে চলেছে। হাফ সেঞ্চুরির দাবি থেকে এক ইঞ্চি সরতে নারাজ কোন রাজনৈতিক দলেই। এই পরিস্থিতিতে বাংলার মানুষ কার হাফসেঞ্চুরির পক্ষে মত দিলেন এখন সব নজর সেই দিকেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*