শুক্রবার মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে একটি গির্জায় এক বন্দুকধারী এলোপাথারী গুলিবর্ষণ করেছে। বন্দুকধারীটি দেশটির খৃস্টান সংখ্যালঘুদের ওপর সর্বশেষ জিহাদি হামলায় অন্তত নয় জনকে হত্যা করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ মেগাহেদ জানান, বন্দুকধারীর গুলিতে নয়জন নিহত হয়েছেন এবং অন্যান্য আহতদের মধ্যে এক পুলিশ অফিসারও আছেন। তবে অভ্যন্তরীণ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পুলিশে হামলার জন্য জড়িত সন্দেহে একজন জিহাদি হামলাকারীকে আহত ও গ্রেফতার করা হয়েছে।
জিহাদি হামলাকারী গির্জাটিকে বন্ধ করার উদ্দেশ্যে একটি রাইফেল, ১৫০ রাউন্ডের গোলাবারুদ এবং একটি বোমা নিয়ে তৈরি হয়েছিল। মন্ত্রণালয় থেকে জানিয়েছে, হামলাকারী প্রথমে গির্জার বাইরে দুইজনকে হত্যা করে গির্জার দিকে অগ্রসর হওয়ার সময় সেখানে উপস্থিত একজন অফিসারসহ সাতজনকে গুলি করে হত্যা করেন।
সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা সেলফোন ফুটেজে দাড়িযুক্ত বন্দুকধারীকে রাস্তায় বিশাল গোলাবারুদ ও রাইফেল নিয়ে হাঁটতে দেখা যায়। পুলিশ পরে চার্চের চারপাশে অপরাধীদের ধরার জন্য একটি ফরেনসিক দল নিয়ে এলাকাটি ঘিরে রেখে তদন্ত শুরু করেছে।
Be the first to comment