বাংলায় ভোটযুদ্ধের আবহে ‘খেলা হবে’ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। গতকালই দিলীপ ঘোষ বলেছিলেন, ‘খেলা শেষ হয়ে গিয়েছে…’। এদিন গত দু’দফার নির্বাচন প্রসঙ্গে সংবাদমাধ্যমে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘আমরা যে রকম চেয়েছিলাম, গত দু’দফার ভোটে সে রকমই খেলা হয়েছে। তৃতীয় দফার ভোটের পর মাঠে নামার কেউ সাহস পাবেন না। আসল খেলা হবে কলকাতায়’।
উল্লেখ্য, রাজ্যে প্রথম দু’দফার ভোটের পর জয়ের ব্যাপারে বিজেপি নেতারা যে আত্মবিশ্বাসী, সে কথা অনেক নেতার মন্তব্যেই স্পষ্ট হয়েছে। এই প্রেক্ষিতে দিলীপের এ হেন মন্তব্য নয়া মাত্রা যোগ করল বলেই মনে করা হচ্ছে।
রবিবার প্রাতঃভ্রমণ সেরে দিলীপ ঘোষ বলেছিলেন, ‘খেলা শেষ হয়ে গিয়েছে। আর দু’দফা পরে যে যার ঘরে ঢুকে যাবে। নির্বাচনের প্রচার আর কেউ করবে না।’ প্রথম দফার ভোটের পর সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিয়েছিলেন, ‘বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি।’
সম্প্রতি হুগলির হরিপালের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘পশ্চিমবঙ্গ সংস্কৃতিতে সবসময়ই সমৃদ্ধ। সবসময়ই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকারের পক্ষে রায় দিয়েছে। ২ মে কী ফলাফল হবে, তা নন্দীগ্রামে নির্বাচনের দিনই স্পষ্ট হয়ে গিয়েছে। বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে বিজেপি। প্রথম দু’দফার নির্বাচনেই রায় স্পষ্ট হয়ে গিয়েছে। আসল পরিবর্তন চাইছে বাংলা।’ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের টার্গেট করে মোদী বলেছেন, ‘যখন কেউ EVM-কে গালাগালি করেন, নির্বাচন কমিশনকে দোষারোপ করেন। তাহলে বুঝতে হবে তাঁর খেলা শেষ হয়ে গিয়েছে। দিদি, আপনার সামনে হার। আপনি এবার স্বীকার করে নিন।নির্বাচন খেলা নয়। গণতন্ত্র খেলা নয়। গণতন্ত্র হল মানুষের সেবার পথ।’
Be the first to comment