মগরাহাট পশ্চিম বিধানসভায় নেতরা হাই মাদ্রাসা বুথে আইএসএফ এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে ওই বুথে যান আইএসএফ প্রার্থী মইদুল ইসলাম।
ক্যানিং পূর্বের দুর্গাপুর ১২৭ নম্বর বুথে আইএসএফ কর্মীদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী।
সোমবার রাতে বাসন্তীর হেদিয়াতে ১৪ এবং ১৫ নং বুথের বাইরে বোমা-গুলি। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সকালে বুথের সামনে পড়ে বোমার সুতলি, গুলির খোল। ঘটনাস্থলে পুলিশ।
জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের কেশবপুর মল্লিকপাড়ার ১৮১ নম্বর বুথে বিজেপি ও আইএসএফ এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদ করায় মারধর করা হয় বলে অভিযোগ।
ভোটের আগের রাতে বাগনানে আক্রান্ত তৃণমূলের বুথ সভাপতি। ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গুরুতর জখম বাগনানের হ্যালান অঞ্চলের তৃণমূলের বুথ সভাপতি যোগীবর বাগ। বাগনানের তৃণমূল প্রার্থী অরুণাভ সেনের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে। বিজেপি প্রার্থী অনুপম মল্লিকের অভিযোগ উড়িয়ে বলেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা।
Be the first to comment