মঙ্গলবার অসমে তৃতীয় দফার বিধানসভা নির্বাচন। এই দফায় মোট ৪০টি আসনে ভোট গ্রহণ হবে। শেষ দফার নির্বাচনে ৪০টি আসনে মোট ৩৩৭জন প্রার্থী লড়াই করবেন। ভোট গ্রহণ চলবে সকাল সাতটা থেকে সন্ধে ছ’টা অবধি। এই দফায় উল্লেখযোগ্য আসনগুলি হল মানকাচার, ধুবরি, কোকরাঝড়, জালুকবাড়ি, দিসপুর প্রমুখ।
তৃতীয় দফায় ৪০টি আসনের মধ্যে শাসক জোটে বিজেপি ২০টি আসনে, এজিপি ১২টি ও ইউপিপিএল ৮টি আসনে লড়বে। অন্যদিকে, বিরোধীদল কংগ্রেস ২৩টি আসনে লড়বে। এআইইউডিএফ ১২টি, বিপিএফ ৮টি আসনে ও সিপিআইএম একটি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই করবে। ২০টি আসনই মুসলিম অধ্যুষিত এলাকায় এবং আটটি আসন বোড়োল্যান্ড অঞ্চলে।
তৃতীয় দফার উল্লেখযোগ্য প্রার্থী হলেন অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জালুকবাড়ি আসন থেকে লড়বেন। এছাড়াও ধরমপুর থেকে চন্দ্র মোহন পাটোওয়ারি, গৌহাটি পূর্ব থেকে সিদ্ধার্থ ভট্টাচার্য্য লড়বেন। পাথরকুচি আসন থেকে লড়বেন বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিৎ কুমার দাস। সকাল নটা অবধি ভোটের হার এক শতাংশেরও কম হলেও বেলা ১১টায় জানা যায়, মোট ৩৩.১৮ শতাংশ ভোট পড়েছে ৪০টি আসনে।
Be the first to comment