তৃণমূল কংগ্রেসের নেতার বাড়িতে ইভিএম উদ্ধারের ঘটনায় আরও কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করল নির্বাচন কমিশন ৷ যাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তার মধ্যে একজন সাব ইনস্পেক্টর, তিনজন হোমগার্ড ও দু’জন অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসারও রয়েছেন৷
উল্লেখ্য, উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের এক সেক্টর অফিসার তপন সরকারের আত্মীয় গৌতম ঘোষের বাড়ি থেকে উদ্ধার হয় ইভিএম ও ভিভিপ্যাট৷ এই ঘটনায় সাসপেন্ড করা হয় তপন সরকারকে। পরে নির্বাচন কমিশনের তরফে জানা যায় যে এই ঘটনায় সঞ্জীব মজুমদার ও মিঠুন চক্রবর্তী নামে দু’জন অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসারকে সাসপেন্ড করা হয়৷
তাছাড়া হাওড়া গ্রামীণ পুলিশের তরফে জানা গিয়েছে যে ওই এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার দায়িত্বে থাকা সিআইডির সাব ইনস্পেক্টর সুজিত চক্রবর্তীকেও সাসপেন্ড করা হয়েছে৷ একই সঙ্গে দায়িত্ব থেকে সাময়িক ভাবে অব্যাহতি দেওয়া হয়েছে হাওড়া গ্রামীণ পুলিশের তিনজন হোমগার্ডকে৷
প্রসঙ্গত, ইভিএম উদ্ধারের ঘটনায় ব্যাপক গোলমাল ছড়ায় উলুবেড়িয়া উত্তর বিধানসভার তুলসিবেড়িয়া এলাকায়৷ ঘটনাস্থলে গেলে বিক্ষোভের মুখে পড়তে হয় উলুবেড়িয়া-২ ব্লকের বিডিওকে৷ বিজেপির অভিযোগ, হারবে জেনেই কারচুপি করছে তৃণমূল কংগ্রেস৷ শাসক দলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে৷
Be the first to comment