রাজ্যে তৃতীয় দফার ভোট চলাকালীন ফের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে দ্বিতীয় দফার ভোট চলাকালীন প্রচার করেছিলেন। মঙ্গলবারও দু’টি জনসভা মোদীর। প্রথমটি কোচবিহারে রাসমেলার মাঠে। দ্বিতীয়টি হাওড়ার ডুমুরজলায়।
কোচবিহারে রাসমেলার মাঠে জনসভায় মোদী বললেন, ‘‘আজ ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবসে শ্যামাপ্রসাদ মুখােপাধ্যায়ের জন্মভূমি বাংলায় আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’’ আপনি জনসভায় যা যা বলছেন, তা বললে আমাকেও এতদিনে নির্বাচন কমিশনের নোটিস পেতে হত। সংবাদপত্রে সম্পাদকীয় বিভাগ ভরে যেত সমালোচনায়। আপনি বলছেন মুসলিমরা একজোট হয়ে ভোট দাও। আমি যদি বলতাম হিন্দুরা জোট বেধে বিজেপিকে ভোট দাও, কেমন হত ভাবুন তো?”
এদিন তিনি আরোও বলেন, ” যেদিন আপনার পার্টি লিখেছিল, দিদি এবার বেনারস থেকে ভোটে দাঁড়াবেন। সেদিনই গোটা দেশবাসী বুঝে গিয়েছেন, আপনি আর বাংলায় নেই। বাংলার বাইরে আপনাকে ভোটে লড়তে হচ্ছে। এর জন্য কারও ভগবান হওয়ার দরকার নেই।”
Be the first to comment