মন রাঙানো দিনটো (বীরভূমের আঞ্চলিক ভাষায় রচিত কবিতা)

Spread the love

রমলা মুখার্জী-

দুটি চরিত্র ১।স্বামী ও ২।স্ত্রী
১।মাচান থিকে লাউটো পাড়লাম
বনিয়ে নিয়ে জমিয়ে রাঁধ
রা কাড়িস না কেনে রে বৌ
চক্ষে কেনে জলের বাঁধ।
২।মা ফুল্লরা তলায় মেলা
লিয়ে যিতে লারছ-
কিনা গুলাম পেয়েনছো বটে
সস্তায় কাম সারছো।
১।হৃদয়েশ্বরী তুই যে বটিস
ওরে পেরাণের সখি…
বৃষ্টি শেষে রোদটো উঠুক
দু চোখ ভরি দিখি।
২।কুথার প্যাঁনচে ফেলছো বটে
জানি তুমার মুরোদ-
বিছে-হার দিয়েনছে কিনে
সই-এর সুহাগ মরদ।
১।সুনার হার দিব তুকে
উরে অভিমানী
যাত্রা-পালায় গান বেন্ধেছি
বিবেকের দশখানি।
২।মিলাতুলায় যাত্রা-পালায়
তুমার গান হবেক?
সুনার চিয়ে দামী বটেক
তুমার সাজা বিবেক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*