স্কুটি, গোরুর গাড়ি, নৌকা, সাইকেলের পর এবার লোকাল ট্রেনে চড়ে প্রচার সারলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। চতুর্থ দফার ভোটের আগে বুধবার সকালে ব্যান্ডেল স্টেশনে টিকিট কেটে ট্রেনে চড়ে প্রচার সারলেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী। লকেটের এমন অভিনব প্রচার রীতিমতো নজর কেড়েছে। ট্রেনে যাত্রীদের সঙ্গে কথা বলেন প্রার্থী। তাঁদের বিভিন্ন অভিযোগও শোনেন তিনি। ব্যান্ডেল থেকে ট্রেনে করে মহিলা মোর্চা কর্মীদের সঙ্গে চুঁচুড়া পর্যন্ত যান লকেট। ব্যান্ডেল স্টেশনে হকারদের সমস্যার কথাও শোনেন লকেট। অন্যদিকে, ভোটপ্রচারে জয়া বচ্চনকে নিশানা করলেন লকেট।
তবে লকেট টিকিট কেটে ট্রেনে চড়লেও তাঁর সহযাত্রীদের টিকিট কাটতে দেখা যায়নি। অন্যদিকে, এদিন হুগলিতে তৃণমূলের সমর্থনে প্রচারে আসছেন জয়া বচ্চন। এই প্রসঙ্গে লকেট বলেন,’অভিনেত্রী হিসেবে জয়া বচ্চনকে শ্রদ্ধা জানাই। ওঁর ছবিও ভালো লাগে।’ এরপরই জয়াকে বিঁধে লকেট বলেন, ‘করোনার সময় জয়াজি কোথায় ছিলেন? আমফানের সময় কোথায় ছিলেন? তখন আসননি কেন? আসলে এখন বাংলা রাজনীতির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তাঁর এই প্রচারে বাংলার ভোটে প্রভাব ফেলবে না।’ উল্লেখ্য, তৃণমূলের হয়ে ভোটপ্রচারে রাজ্যে এসেছেন জয়া বচ্চন। গত ২ দিন ধরে বিভিন্ন প্রান্তে রোড শো-তে অংশ নিয়েছেন জয়া।
অন্যদিকে, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে জয়ের পর এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন লকেট। সম্প্রতি হুগলির সভা থেকে লকেটকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপির লোক নেই, তাই সাংসদকে প্রার্থী করেছে। এরপর পুরভোট, পঞ্চায়েত ভোটে দাঁড়াবে। আমি তো ওদের কীর্তি কলাপ সব জানি। আমাদের দলকে সারদা-নারদা বলে। আর সারদা-নারদার সবচেয়ে কোলের বাচ্চা হচ্ছে ওরা…লকেট তো রোজভ্যালিদের গলার লকেট। সব জানি। ওদের বিরুদ্ধে কিছু হয় না। ও তো জিতবে না। টাকার, জন্য, দলের জন্য দাঁড়িয়েছে।’
এই প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় পালটা বলেন, ‘হেরে যাওয়ার ভয়ে এখন ভোটের আগে এসে এসব বলছেন। মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। ভুল বোঝাতে চাইছেন। হিম্মত থাকলে প্রমাণ করুন, মামলা করুন। মানুষকে এসব বলে বোকা বানানো যাবে না। দুর্নীতিগ্রস্ত, কয়লা পাচার, গোরু পাচার। পিসি-ভাইপো সিন্ডিকেট কোম্পানি হয়ে গিয়েছে। এখন এসব বলে ভোট পাবে না। হুগলিতে একটাও আসন পাবে না।’
Be the first to comment