মমতার বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, নোটিশ কমিশনের

Spread the love

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলল নির্বাচন কমিশন। মুসলিম ভোটারদের নিয়ে তৃণমূলনেত্রীর মন্তব্যের জেরে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিল কমিশন। হুগলির তারকেশ্বরে নির্বাচনী সভায় মুসলিম ভোটারদের উদ্দেশে BJP-র বিরুদ্ধে একজোট হওয়ার বার্তা দেন মমতা। তৃণমূলনেত্রীর এই মন্তব্যের জেরেই নোটিশ পাঠিয়েছে কমিশন, এমনটাই জানা যাচ্ছে। ৪৮ ঘণ্টার মধ্যে মমতার থেকে জবাব তলব করেছে কমিশন।

কমিশনের তরফে জানানো হয়েছে, হুগলির তারকেশ্বরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। উল্লেখ্য, গত ৩ এপ্রিল নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সংখ্যালঘু ভাইবোনদের কাছে হাত জোড় করে বলছি, BJP-র কাছ থেকে যে শয়তানরা টাকা নিয়েছে, তাদের কথা শুনে সংখ্যালঘু ভোট ভাগ করবেন না। মমতার মন্তব্যের জেরে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভির নেতৃত্বে প্রতিনিধি দল। তারপরই কমিশনের এই পদক্ষেপ।

উল্লেখ্য, এবার নির্বাচনের শুরু থেকেই নির্বাচন কমিশনের সঙ্গে শাসকদলের সংঘাত চরমে পৌঁছেছে। বাংলায় আট দফা ভোট নিয়ে আগেনির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তৃণমূলনেত্রী। ‘এই ভোট সূচি কি নরেন্দ্র মোদী অমিত শাহের কথায় হয়েছে?’ ভোটে সূচি দেখে প্রশ্ন তুলেছিলেন মমতা। তিনি বলেছিলেন, ‘পার্টি অফিস থেকে যে তালিকা এসেছিল হুবহু তাই ঘোষণা করল কমিশন’। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, BJP-এর সুবিধার কথা ভেবেই তৈরি হয়েছে সূচি। সেই জন্যেই যে রাজ্যের যে অংশে জোড়াফুলের প্রভাব বেশি সেখানে ভাগ ভাগ করে ভোটগ্রহণের পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ নেত্রীর।

সম্প্রতি হুগলির চুঁচুড়ার সভায় হুঁশিয়ারির সুরে তৃণমূল সুপ্রিমো বলেছেন, ‘কেন আট দফায় নির্বাচন করা হচ্ছে। BJP-র মণ্ডলরা ঠিক করে দিচ্ছে নির্বাচনের দিন। বলবে, কোভিড হয়েছে বলে নির্বাচন বন্ধ করে দাও! এসব চলবে না। ভোট যখন শুরু হয়েছে, শেষ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতিতে কি ভোটটা ৩-৪ দফায় করা যেত না?’ কমিশনকে নিরপেক্ষ হওয়ারও বার্তা দেন তৃণমূলনেত্রী। এই আবহে মমতাকে কমিশনের নোটিশ নয়া মাত্রা যোগ করল বলেই মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*