চতুর্থদফা ভোটের আগেই কলকাতা পুলিশে বড় বদল। বদল করা হল রিজেন্ট পার্ক এবং বাঁশদ্রোণী থানার ওসিকে। বাঁশদ্রোণী থানার ওসি প্রতাপ বিশ্বাসের বদলে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে মলয় বসুকে এবং রিজেন্ট পার্ক থানার ওসি প্রতাপ বিশ্বাসকে বদলি করে দায়িত্ব দেওয়া হয়েছে রাম থাপাকে।
তাৎপর্যপূর্ণভাবে কলকাতায় নির্বাচনের ঠিক আগেই বেনজির সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। সরিয়ে দেওয়া হয়েছিল আট রিটার্নিং অফিসারকে। আট জন অফিসারই নিজেদের পদে তিন বছরের বেশি কর্তব্যরত ছিলেন। এই কারণ দেখিয়েই তাঁদের অন্যত্র বদলি করা হয়েছে।
যদিও রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, আট জন অফিসারের বিরুদ্ধেই অভিযোগ ছিল এবং তাঁদের কাজে অসন্তুষ্ট ছিলেন কমিশনের কর্তারা। আর সেই কারণেই এই কড়া পদক্ষেপ।
কমিশন সূত্রে আরও খবর, টানা তিন বছরের বেশি এই পদে থাকলে রিটার্নিং অফিসারকে বদলি করার এক্তিয়ার রয়েছে নির্বাচন কমিশনের। তবে কলকাতার ক্ষেত্রে এতদিন এই নিয়ম প্রযোজ্য ছিল না। এবার কলকাতাকেও সেই নিয়মের আওতায় নিয়ে আসা হল। নতুন নিয়ম অনুযায়ী, এই আট আধিকারিককে বদলি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, বাংলায় এবারের বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে হিংসা ঠেকাতে বাড়তি তৎপর নির্বাচন কমিশন। বাংলায় আট দফা নির্বাচনের সূচি ঘোষণা করেছে কমিশন। পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোটগ্রহণ হবে ২৭ মার্চ। দ্বিতীয় দফায় ভোট ১ এপ্রিল, তৃতীয় দফার ভোটগ্রহণ ৬ এপ্রিল,চতুর্থ দফা ১০ এপ্রিল,পঞ্চম দফার ভোট ১৭ এপ্রিল, ষষ্ঠ দফার ভোট ২২ এপ্রিল, সপ্তম দফা ২৬ এপ্রিল এবং অষ্টম অর্থাৎ শেষ দফার ভোট ২৯ এপ্রিল। ভোটের ফল জানা যাবে আগামী ২ মে। এবার নির্বাচনে বাংলায় দুই বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ও এম কে দাসকে নিযুক্ত করেছে কমিশন।
Be the first to comment