৫৬ দিনের দীর্ঘ সিরিজ খেলার জন্য বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের টিম হোটেলে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। দীর্ঘ সিরিজ তাই সকলের সঙ্গেই গিয়েছেন ক্রিকেটারদের স্ত্রী, সন্তানরা। সদ্য বিবাহিত বিরাটও পৌঁছে গিয়েছেন অনুষ্কার সঙ্গে। শুধু পরিস্থিতির শিকার হয়ে স্ত্রী পুত্রকে দুবাই এয়ারপোর্টে রেখেই পাড়ি দিতে হয়েছে শিখর ধবনকে।
কেপ টাউনের নিউল্যান্ডসে প্রথম টেস্ট ৫ জানুয়ারি থেকে শুরু হবে। এর পরের দুটো টেস্ট সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গে। তার পর রয়েছে ছ’টি ওয়ান ডে ও তিনটি টি২০ ম্যাচ।
এদিকে, ভারতের বিরুদ্ধে শক্তিশালী দল ঘোষণা করে দিল দক্ষিণ আফ্রিকা। দলে ফিরলেন ডেল স্টেইন। প্রথম টেস্টেই হয়তো খেলতে দেখা যাবে তাঁকে। এর সঙ্গে ১৫ জনের দলের জায়গা করে নিলেন ক্রিস মরিসও। দীর্ঘদিন পর দলে ফিরলেন অলরাউন্ডার মরিস। চোটের জন্য দলের বাইরে ছিলেন তিনি। দলে মাত্র একজন উইকেটকিপারই রয়েছেন। তাঁর মানে জিম্বাবোয়ের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া কুইন্টন ডে কক ফিট হয়ে ফিরতে পারেন। দলে সাত জন ব্যাটসম্যান ও পাঁচজন বোলারকে রেখেছে টিম ম্যানেজমেন্ট।
দক্ষিণ আফ্রিকা: ফাফ দু প্লেসিস (অধিনায়ক), হাসিম আমলা, তেম্বা বাভুমা, কুইন্টন দে কক, দে ব্রুয়েন, এবি ডে ভিলিয়ার্স, ডিন এলগার, কেশব মহারাজ, এইডেন মরক্রাম, মর্নি মর্কেল, ক্রিস মরিস, অ্যানদিল ফেলুকওয়াও, ভেরনন ফিলান্ডার, কাগিসো রাবাদা, ডেল স্টেইন।
Be the first to comment