হাওড়ায় ফের সেফ হোম চালু করার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। আপাতত সাঁকরাইলের রাবার পার্কে ১৩০টি শয্যার একটি সেফ হোম চালু করা হচ্ছে। এ ছাড়া ইতিমধ্যেই কোভিড হাসপাতালগুলিতে প্রতিদিন সংক্রমিতের সংখ্যা বাড়তে থাকায় সিসিইউ-এর সংখ্যা বাড়ানো হয়েছে। সেই সঙ্গে হাসপাতালগুলিতে পাঠানো হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক ও টেকনিশিয়ান।
হাওড়ায় যে ভাবে ভোটের প্রচারে মাস্ক না পরে মিটিং-মিছিল, দূরত্ব-বিধি না মেনে অবাধে জমায়েত করা হয়েছে, তাতে ভোট-পরবর্তী হাওড়ার পরিস্থিতি নিয়ে রীতিমতো শঙ্কিত চিকিৎসকেরা। হাওড়ায় আগামী শনিবার শেষ হচ্ছে চতুর্থ দফার ভোট। জেলা স্বাস্থ্য দফতরের আশঙ্কা, তার পরের ১৫ দিনের মধ্যে জেলার কোভিড পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠতে পারে।
Be the first to comment