উত্তরপ্রদেশ, পঞ্জাবে নাইট কার্ফুর পর এবার ৬০ ঘণ্টার লকডাউন মধ্যপ্রদেশের শহরাঞ্চলে ৷ আগামীকাল অর্থাৎ, শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত এই লকডাউন চলবে ৷ করোনার দ্বিতীয় স্রোতে সংক্রমণ দ্রুত গতিতে বাড়তে থাকায় এই ৬০ ঘণ্টার লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে শিবরাজ সিং চৌহান সরকার ৷
এ নিয়ে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, শহরাঞ্চলে করোনার সংক্রমণ বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পরবর্তী সময়ে আরও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তাঁরা একটি বৈঠক করবেন ৷ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘শহরগুলিতে যেখানে সংক্রমণ বাড়ছে, সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ক্রাইসিস ম্যানেজমেন্ট দলের সঙ্গে বৈঠক করা হবে ৷ আমরা বড় শহরগুলিতে কনটেনমেন্ট এলাকা তৈরি করছি ৷’’
সপ্তাহ শেষের এই লকডাউনের পিছনে অন্যতম কারণ করোনার দৈনিক সংক্রমণ ক্রমশ বাড়তে শুরু করেছে ৷ গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রদেশে ৪ হাজারের বেশি লোক করোনা আক্রান্ত হয়েছেন ৷
Be the first to comment