বিজেপি বাংলায় ক্ষমতায় এলে মেয়েদের স্কুলের বাইরে অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি করা হবেঃ যোগী আদিত্যনাথ

Spread the love

বিজেপি প্রার্থীর হয়ে হুগলির চণ্ডীতলায় প্রচারে গিয়ে রাজ্যের শাসকদলকে তকড়া ভাষায় আক্রমণ শানালেন যোগী আদিত্যনাথ। তৃণমূলের আমলে বাংলায় হিংসা ও অরাজকতা চলছে বলে এদিন তোপ দেগেছেন যোগী। রাজ্যের শাসকদলের মদতে একের পর এক দুর্নীতি হয়েছে বলেও এদিন নির্বাচনী সভায় মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এরই পাশাপাশি বিজেপি বাংলায় ক্ষমতায় এলে অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি করা হবে বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন যোগী।

একুশের লডা়ই জমজমাট। আজও রাজ্যজুড়ে প্রচারে ঝড়। ফের রাজ্যে প্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার শাহের বাংলা সফরের দিনেও রাজ্যে প্রচারে এসেছিলেন যোগী আদিত্যনাথ। বুধবার জলপাইগুড়ির মালে নির্বাচনী প্রচারে গিয়ে রাজ্যের শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

এদিন তৃণমূলকে লুঠেরার দল, তোলাবাজের দল বলে কটাক্ষ করেছেন যোগী। রাজ্যের উন্নয়ন স্তব্ধ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনও অভিযোগ তুলেছেন যোগী আদিত্যনাথ। শাসকদলকে নিশানা করে যোগী আদিত্যনাথ আরও বলেন, ‘‘যে কাজ উত্তরপ্রদেশে হয়েছে, সেই কাজ বাংলাতেও হতে পারত। তৃণমূল রাজ্যে অরাজকতা চালাচ্ছে। বাংলায় গণতন্ত্রের কণ্ঠরোধ করছে তৃণমূল। বাংলার যুবকরা বিপন্ন। কেন্দ্রের কোনও যোজনা মমমতা দিদির সরকার বাংলায় লাগু হতে দেয় না। দিদির সহানুভূতি বাংলার নতুন প্রজন্মের সঙ্গে নেই। দিদির সহানুভূতি বাংলার কৃষকদের সঙ্গে নেই।’’

বৃহস্পতিবারেও চণ্ডীতলার সভা মঞ্চ থেকে রীতিমতো আক্রমণাত্মক ছিলেন যোগী। শাসকদলকে নিশানা করে তিনি বলেন, ‘‘তৃণমূলের আমলে বাংলায় হিংসা ও অরাজকতা চলছে। বাংলা জুড়ে দুর্নীতি ও অপশাসন চলছে। বাংলার এখন বেহাল অবস্থা হয়ে পড়েছে।’’ আদিত্যনাথের পাশাপাশি আজ রাজ্যে প্রচারে ঝড় তুলছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। প্রকাশ্য সভার পাশাপাশি দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শোতেও সামিল নাড্ডা।

বাংলার ভোট এবার আট দফায়। ইতিমধ্যেই রাজ্যে তিন দফার নির্বাচন শেষ হয়েছে। চতুর্থ দফায় আগামী শনিবার ১০ এপ্রিল ৪৪টি আসনে ভোটগ্রহণ হবে। পঞ্চম দফায় ৪৫টি আসনে ভোট হবে ১৭ এপ্রিল। ষষ্ঠ দফায় ভোট হবে ২২ এপ্রিল। সপ্তম দফায় ভোট গ্রহণ হবে ২৬ এপ্রিল ও অষ্টম তথা শেষ দফায় ভোট হবে ২৯ এপ্রিল। বাংলা-সহ পাঁচ রাজ্যেই ভোট গণনা ২ মে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*