তৃণমূলের বিরোধিতা করলে উচ্ছেদ করা হবে! প্রচারে বেরিয়ে এমন হুমকিই দিলেন ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের তৃণমূল বিধায়ক গৌতম দেব। এক আশ্রমিককে হুমকির সুরে গৌতম দেব বলেন, ‘আমাদের বিরোধিতা করলে উচ্ছেদ করে দেব। আমি গৌতম দেব, যা বলি তাই করি। বিজেপি করবেন না। ওসব মোদী রাজ্যে হয়।’
এরপরই যাঁকে হুমকি দেওয়া হয়, তিনি নিজেকে সন্ন্যাসী বলে পরিচয় দেন। তখন গৌতম বলেন, ‘ওসব সন্ন্যাসী বুঝি না। আমি নিজেও সন্ন্যাসী। সন্ন্যাসী দেখাবেন না’। গৌতম দেবের এ হেন ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে।
বৃহস্পতিবার সকালে ঠাকুরনগরে প্রচারে গিয়েছিলেন গৌতম দেব। সেখানেই ওই আশ্রমিককে হুমকি দিতে দেখা যায় তৃণমূল প্রার্থীকে। পরে গৌতম দেব বলেন, ‘বড় জায়গা দখল করে আশ্রম চালানো হচ্ছে। ওটা কোনও আশ্রম নয়। সেখানে RSS-বিজেপির মিটিং হয়। সরকারি জায়গায় এটা হতে পারে না। সেটাই বলেছি।’
গৌতম দেবের হুমকির ভিডিয়ো প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে। এ নিয়ে সোচ্চার হয়েছে পদ্মশিবির। ওই আশ্রমিকের সঙ্গে দেখা করেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়। এই ঘটনার নিন্দা করেন। এই প্রসঙ্গে শিখা বলেন, ‘ঠাকুরনগর শুধু নয়। চারদিকে এমন বলছেন তিনি। হতাশা থেকেই এমন করছেন। আর ওখানে তৃণমূল টাকা নিয়ে সেখানে বসিয়েছে মানুষকে। আর তাদের ধমক দিচ্ছে নির্বাচনের আগে। আমরা নির্বাচন কমিশনকেও বিষয়টি জানাব। একজন মন্ত্রী কীভাবে এমন বলতে পারেন’।
Be the first to comment