চতুর্থ দফার আগে রাজ্যে ১০০০ কোম্পানি ছাড়াল বাহিনীর সংখ্যা

Spread the love

চতুর্থ দফার আগে রাজ্যে ১০০০ কোম্পানি ছাড়াল বাহিনীর সংখ্যা। বুধবার ৫ জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচনী আধিকারি আরিজ আফতাব। তৃতীয় দফায় প্রার্থীদের উপরে হামলার ঘটনার পর সতর্ক প্রশাসন।

চতুর্থ দফায় বুথের পাহারায় থাকবে ৭৯৩ কোম্পানি। এর মধ্যে কলকাতা পুলিস এলাকায় থাকবে ৯৪, আলিপুরদুয়ারের ৯৬, কোচবিহারে ১৮৩,  হাওড়া পুলিশ কমিশনারেটে ৯৯, ডায়মন্ডহারবার পুলিশ জেলায় ৩৮, হাওড়া গ্রামীণে ৩৫,বারুইপুর পুলিস জেলায় ৪৪, চন্দননগর পুলিস কমিশনারেটে ৭৯ কোম্পানি। এর পাশাপাশি স্ট্রংরুম, পোস্টাল ব্যালট ও ভোট হয়ে যাওয়া কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সবমিলিয়ে ১০০০ কোম্পানির বেশি বাহিনী রয়েছে বাংলায়।  

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*