বাংলায় প্রথমবার বিজেপি সরকার, কালীঘাটে চণ্ডীপাঠ করবেন মমতা: দিলীপ ঘোষ

Spread the love

একুশের বিধানসভা নির্বাচন এখনও শেষ হয়নি। চতুর্থ দফার ভোটের আগে আবারও আত্মবিশ্বাসের সুর শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গলায়। বৃহস্পতিবার তুফানগঞ্জের সভায় দিলীপ বলেন, ‘প্রথমবার বিজেপি সরকার আসছে বাংলায়। দুশো’র বেশি আসনে আমরা জিতব।’ উল্লেখ্য, বাংলায় জেতার ব্যাপারে আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের গলায়।

অন্যদিকে, বাংলায় বিধানসভা নির্বাচনের।আবহে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার তুফানগঞ্জের সভায় দিলীপ বলেন, ‘ভাঙা পা দেখিয়ে নাটক করছেন মমতা। হাতজোড় করে বলছেন, ভোট দিন। আপনি কী করেছেন। দিদি হলেন, পিসি হলেন, এখন মেয়ে হয়েছেন! বাংলা মেয়েকে চায় না। দিদিকে বলোতে ফোন করে পাওয়া যায় না। দিদিমণি বলছে খেলা হবে, এখন হুইলচেয়ার ঠেলা হচ্ছে। এখন হুইলচেয়ারের সরকার হয়ে গিয়েছে। দিদি বলেছিলেন, আন্দোলন গোত্র, তারপর বললেন মা-মাটি-মানুষ, এখন বলছেন শান্ডিল্য গোত্র। দিদিমণির মাথার ঠিক নেই। ২ তারিখের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন। কালীঘাটে চণ্ডীপাঠ করবেন বসে।

এদিন বাংলায় বিজেপির সংগঠন বিস্তার কীভাবে করেছে, সে কথা বলেন দিলীপ। বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘যে বাংলায় বিজেপির কেউ নাম নিত না, সেখানে এখন বিজেপির স্লোগান শোনা যাচ্ছে। বিজেপির অফিস দেখা যাচ্ছে এখন। এজন্য গত ৫ বছর অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে।আমাদের অনেক আন্দোলন করতে হয়েছে। এজন্য অনেক মামলা হয়েছে। ৩০ হাজার মামলা রয়েছে’।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*