মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয়বার নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতার মন্তব্যের জন্য নোটিশ পাঠানো হয়েছে কমিশনের তরফে।
দ্বিতীয় এই নোটিসে তাঁর ২৮শে মার্চ ও ৭ই এপ্রিলের মন্তব্যের উল্লেখ করা হয়েছে। কমিশনের তরফে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং মহিলাদের বলেছেন বাহিনীকে ঘেরাও করতে। নোটিশে ‘ইমোশনাল স্পিচ ফর দ্য উওমেন’ কথাটির উল্লেখ রয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছিল বিএসএফ-এর বিরুদ্ধে। সেই অভিযোগ খারিজ করল কমিশন।
Be the first to comment