কয়েকঘণ্টার মধ্যেই বৃষ্টি শহরে

Spread the love

আর কয়েকঘন্টার মধ্যেই শহর তথা রাজ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই ঝোড়ো হাওয়ার ব্যাটিংয়ে কিছুটা হলেও স্বস্তিতে শহরবাসী। সপ্তাহের প্রথমদিকে বৃষ্টিপাতও হয়েছে। তবে এই বৃষ্টিপাতের জেরে তাপমাত্রার খুব বেশি তারতম্য ঘটবে না এও স্পষ্ট জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৬ ডিগ্রির কাছাকাছি। সারাদিনই আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাসও মিলেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে ৯৩ ও ৫৮ শতাংশ।

আলিপুর আবহাওয়া দফতরের এক কর্মীর কথায়, ‘এই সময়টা ঝোড়ো হাওয়ার দাপট থাকাটাই স্বাভাবিক। গরম খুব বেশি বেড়ে যাওয়ার কারণে সামুদ্রিক ঠাণ্ডা বায়ু বইতে শুরু করেছে রাজ্যজুড়ে।’ তবে গরম থেকে এখনই রেহাই মিলছে না, এ কথাও জানিয়েছেন তিনি।

এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি ভিজতে পারে উত্তরবঙ্গও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলায় বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির জেরে সামান্য স্বস্তি ফেরালেও অস্বস্তি বজায় থাকবে। ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বাড়াবে অস্বস্তি থাকবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*